ফরিদপুরের নগরকান্দায় অজ্ঞাত গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাওন মাতুব্বর (২৪) ও তাজিম সরদার (২২) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন খালিদ শেখ (১৮) নামে আরেক তরুণ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের নগরকান্দার নাগারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজিম সরদার নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের আসফরদী গ্রামের হাবিব সরদারের ছেলে এবং শাওন মাতুব্বর ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের সেন্টু মাতুব্বরের ছেলে। নিহত ও আহত তিনজন বন্ধু বলে জানা গেছে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, মোটরসাইকেলযোগে শাওন মাতুব্বর, খালিদ শেখ ও তাজিম সরদার তেল (অকটেন) নেওয়ার জন্য ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী এলাকার সিসিবিএল পাম্পে যাচ্ছিলেন। তারা মোটরসাইকেল নিয়ে নাগারদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাজিম সরদার মারা যান। আহত হন শাওন ও খালিদ। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করে। আহত খালিদের অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাজিম সরদার মারা গেছেন। পরে ভাঙ্গা হাসপাতালে শাওন মাতুব্বর মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।