প্রকাশিত: ০১/০৪/২০১৭ ১১:৪৩ পিএম

স্লো ওভার রেটের দায়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ; কিন্তু ইনিংস শেষ করতে নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট সময় বেশি নেন মাশরাফিরা।

অধিনায়ক হওয়ায় শাস্তির খড়গ মাশরাফির ওপরই পড়ল। খেলাশেষে ম্যাচ রেফারির কাছ থেকে নিষেধাজ্ঞার খবর পান মাশরাফি। তবে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে নিষেধাজ্ঞার কোনো প্রভাব ফেলবে না; কিন্তু শ্রীলংকা সফর শেষে আসন্ন ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন না মাশরাফি।

মাশরাফি জানান, অতিরিক্ত গরম পড়ার কারণেই ইনিংস শেষ করতে বেশি সময় লেগেছে।

পাঠকের মতামত

চ্যাম্পিয়নস ট্রফি আসছে বাংলাদেশে, প্রদর্শনী হতে পারে কক্সবাজারে

চ্যাম্পিয়নস ট্রফির আগামী আসর বসার কথা পাকিস্তানে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই টুর্নামেন্টের পর্দা উঠবে। তবে মূল ...