একুশ পদক পেয়ে উচ্ছ্বসিত ফুটবলার উখিয়ার রিপা
নারী ফুটবল দলসহ ১৮ জনকে একুশে পদক তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ...
স্লো ওভার রেটের দায়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ; কিন্তু ইনিংস শেষ করতে নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট সময় বেশি নেন মাশরাফিরা।
অধিনায়ক হওয়ায় শাস্তির খড়গ মাশরাফির ওপরই পড়ল। খেলাশেষে ম্যাচ রেফারির কাছ থেকে নিষেধাজ্ঞার খবর পান মাশরাফি। তবে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে নিষেধাজ্ঞার কোনো প্রভাব ফেলবে না; কিন্তু শ্রীলংকা সফর শেষে আসন্ন ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন না মাশরাফি।
মাশরাফি জানান, অতিরিক্ত গরম পড়ার কারণেই ইনিংস শেষ করতে বেশি সময় লেগেছে।
পাঠকের মতামত