![](https://www.ukhiyanews.com/wp-content/uploads/2016/09/14470778_1391292567567380_1456980544_n.jpg)
ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসরে এক রাতের সমপরিমাণ পেমেন্ট করলেই ৪ রাত থাকার সুযোগ দিচ্ছে সি পার্ল হোটেল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা উপলক্ষ্যে শুরু হওয়া এ অফার চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ বিষয়ে সি পার্লের মার্কেটিং কমিউনিকেশনের ডেপুটি ম্যানেজার কাজী মো. তাজীবুল হক বলেন, এ অফারটি মেলাকে সামনে রেখে দেওয়া হয়েছে। সুপিরিয়র কিং টুইন রুম ১৯ হাজার ৮০০ টাকা থেকে শুরু হচ্ছে। অফারটি শুধুমাত্র রমজান মাসজুড়ে পাওয়া যাবে।
তিনি বলেন, এ প্যাকেজে বিলাসবহুল রুম, বুফে ব্রেকফাস্ট, আনলিমিটেড সুইমিংপুল এক্সেস, ফ্রি ইন্টারনেটসহ আরও অনেক সুবিধা রয়েছে।
এবারের ঢাকা ট্রাভেল মার্টে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, ইউএই, ভারত এবং স্বাগতিক বাংলাদেশের ৪৫টির অধিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত অন্যান্য কোম্পানি।
আজ থেকে শুরু হওয়া এ মেলা ৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ ফি নির্ধারিত হয়েছে জনপ্রতি ৫০ টাকা। মেলায় ভিজিটররা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র্যাফেল ড্র তে এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার লাভের সুযোগ পাবেন।
![](https://www.ukhiyanews.com/wp-content/uploads/add1.gif)
পাঠকের মতামত