প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমত্ববোধের পরিচয় নতুন করে দেয়ার কিছু নেই। অসহায়-দুস্থ কিংবা দুর্দশায় পড়া কোনো নারীকে জড়িয়ে ধরে প্রধানমন্ত্রীর সহানুভুতি জানানো কিংবা দুঃখের ভাগ নেয়ার দৃশ্য হামেশাই দেখা যায় মিডিয়ায়। এবার ইফতারে ছোট এতিম শিশুর মুখে নিজ হাতে খাবার তুলে দিলেন প্রধানমন্ত্রী।
শনিবার গণভবনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী শিশু ও আলেম-ওলামাদের সম্মানে ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইফতারের আগে প্রধানমন্ত্রী গণভবনে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতার শুরু হওয়ার পর তিনি সেখানে একজন এতিম শিশুকে খাবার পরিবেশন করেন। শিশুটির প্লেটের মুরগির মাংস ছিড়ে দেন যাতে শিশুটির খেতে সুবিধা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন তার ব্যক্তিগত ফেসবুক পাতায় শনিবারের ইফতারের এ রকমই কিছু দেন যার ক্যাপশন- ‘আমাদের আপা … আলেম-ওলামা , মুক্তিযোদ্ধা ও এতিম শিশুদের সম্মানে গণভবনে আয়োজিত আজকের ইফতারে.. ।’