ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০১/২০২৫ ৬:৩৭ পিএম

চট্টগ্রামে পটিয়া উপজেলায় মো. সাবের নামের এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বাংলাদেশি জাতীয়তা পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে পটিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মো. সাবের নামের এক ব্যক্তি পটিয়া উপজেলা নির্বাচন অফিসে আসেন। এসময় তিনি পরিচয় গোপন করে আরেক রোহিঙ্গা নাগরিক আনোয়ার কামালের এআইডি কার্ড ব্লক কেন জানতে চান এবং ব্লক খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন।

তথ্য যাচাই বাছাই করতে গিয়ে নির্বাচন অফিসের কর্মকর্তারা দেখেন, ২০১৮ সালে রোহিঙ্গা হিসেবে শনাক্ত হওয়ার কারণে আনোয়ার কামাল নামের ওই এনআইডি কার্ড ব্লক (স্থগিত) করে কর্তৃপক্ষ। পরে সন্দেহ হলে মো. সাবেরকে আটকে রেখে পুলিশকে খবর দেয় নির্বাচন অফিসের দায়িত্বশীলরা। পুলিশ এসে সাবেরকে আটক করে।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি মো. সাবের ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া বালুখালি ক্যাম্পে আসেন। কিন্তু ২০২২ সালে ভুয়া নাম ঠিকানা দেখিয়ে এনআইডি সংগ্রহ করেন। এবার তিনি এসেছিলেন আনোয়ার কামাল নামের অন্য এক রোহিঙ্গার এনআইডির ব্লক খুলতে। যাচাই-বাছাই শেষে সন্দেহ হলে আমরা পুলিশে খবর দিই। পুলিশ এসে তাকে আটক করেছে।

পটিয়া থানার এসআই ইয়ামিন বলেন, নির্বাচন অফিসারদের কাছ থেকে খবর পেয়ে মো. সাবের নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

পাঠকের মতামত

‘হাত-পা বাঁধা’ থাকায় বদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি: ডিএনসি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের একাধিক সংস্থার করা মাদককারবারি তালিকায় শীর্ষে এসেছে আবদুর রহমান বদির নাম। আওয়ামী ...

কক্সবাজারে কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার করল র‍্যাব

কক্সবাজারের চকরিয়ায় কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামি ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। চকরিয়া থানার কৈয়ারবিল এলাকা ...

উখিয়ায় শিক্ষাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুরা

কক্সবাজারের উখিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের শিশুরা শিক্ষা-দীক্ষায় বঞ্চিত রয়েছে। ক্ষুদে শিক্ষার্থীদের জন্য রাখাইন জনগোষ্ঠীর ...