উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৯/২০২২ ৫:৪৫ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. হাবিবুর রহমান (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি এনজিও সংস্থা শক্তি ফাউন্ডেশনে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ঝরনা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

হাবিবুর রহমান কুমিল্লার চাঁদপুর সদর থানার কামরাঙা বাজার এলাকার রামপুর পাটোয়ারী বাড়ি পিতা আলমগীর হোসেনের ছেলে।

জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি সড়কের পাশে পড়ে যায়। এসময় সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাড়িয়ে থাকা মো. হাবিবুর রহমানকে পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার

অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার। যত্রতত্র আবর্জনার স্তূপ, সড়কের পাশের ময়লা এবং সমুদ্র ...

বাণিজ্য মেলা দেখে থেকে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ...