কয়েকদিন পর অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। এ নিয়ে উত্তপ্ত চলচ্চিত্র পাড়া। রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। এ নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌসুমী।
নির্বাচনের ১১ দিন আগে সোমাবার সন্ধ্যায় বিএফডিসিতে খল অভিনেতা ড্যানিরাজের হাতে লাঞ্ছিত হয়েছেন এই অভিনেত্রী।
এ ঘটনাকে কেন্দ্র করে বিএফডিসিতে উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার পর প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন তাৎক্ষণিকভাবে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে নিয়ে আলোচনায় বসেন। সেখানে ড্যানি রাজ কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী জানান, বিকেলে মৌসুমীকে শুভেচ্ছা জানাতে শিল্পী সমিতিতে আসেন মহিলা লীগের কয়েকজন নেতাকর্মী। এসময় শিল্পী সমিতিতে প্রবেশ নিয়ে ড্যানি রাজের সঙ্গে হট্টগোল বাঁধে। একপর্যায়ে তিনি মৌসুমীকে ধাক্কা দেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় ঘটনা স্থলে মিশা সওদাগর, জয়সহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।