হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে হামলা-ভাঙচুর
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনুষ্ঠান ...
অভিনেত্রী হিসেবে নুসরাত ইমরোজ তিশা জনপ্রিয়তার শীর্ষে। ছোটপর্দা টপকে বড়পর্দাও অভিষেক হয়েছে তার। এবার তিনি নাচলেন একটি আইটেম গানে। মজার ব্যাপার হচ্ছে এটি কোনো চলচ্চিত্রের গান নয়, একটি নাটকের আইটেম গান। গানের শিরোনাম ‘যতই ঘুড়ি উড়াও রাতে, লাটাই তো আমার হাতে’।
গানের পাশাপাশি ‘বোকাবাক্স’ নাটকে চিত্রালী নামের চরিত্রটি অভিনয় করেছেন তিশা। এটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা আবু হায়াৎ মাহমুদ। নাটকে তিশার সহশিল্পী আনিসুর রহমান মিলন ও সুজাত শিমুল।
নাটকের গল্পে দেখা যাবে- তিশা চলচ্চিত্রে পাকাপোক্ত অবস্থান তৈরির জন্য সংগ্রাম করে যায়। এমন সময় তার অতীতের সুন্দর একটি স্মৃতি সামনে আসে। শুরু হয় নতুন সংগ্রাম, ভালোবাসার পেছনে ছুটে চলা। এরমধ্যে তিশার জীবনে এন্ট্রি দেন মিলন। এরপর গল্পের বাঁক বদল ঘটে।
পাঠকের মতামত