উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/১০/২০২২ ৬:৫৩ এএম

পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকদের নিয়ে চলছে রেস্তোঁরা গুলোর চরম অব্যবস্থাপনা। খাবার খেতে গিয়ে গরুর মাংসে মিলছে ছোট ছোট পোকা ও কীট। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাঁচা ও রান্না করা খাবার রাখছে একত্রে।

এরই মধ্যে পর্যটকদের অভিযোগের প্রেক্ষিতে শনিবার (১৫ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে যার সত্যতা পেয়েছে ভ্রাম্যমান আদালত।
গাজীপুর থেকে পরিবারের ৬ সদস্য নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন আতিকুর রহমান আসিফ। বেড়ানোর এক পর্যায়ে বেলা ৩টার দিকে খেতে বসেন সুগন্ধা পয়েন্টের ভোজন বাড়ী রেস্তোঁরায়। কিন্তু খাবারে গরুর মাংসে পাওয়া যায় ছোট ছোট পোকা ও কীট। যা রেস্তোঁরা কর্তৃপক্ষকে জানালে তারা তা অস্বীকার করার পাশাপাশি খাবারের বিল নিয়ে অসদচারণ করে তাদের সঙ্গে।
পরবর্তী বিষয়টি জেলা প্রশাসনকে প্রমাণ স্বরূপ লিখিতভাবে অভিযোগ করেন পর্যটক আসিফ। তবে বিষয়টি অস্বীকার করেন রেস্তোঁরা কর্তৃপক্ষ।

পর্যটক আতিকুর রহমান আসিফ বলেন, গাজীপুর থেকে পরিবার নিয়ে ভ্রমণে আসি কক্সবাজার। পরে দুপুরে ভোজনবাড়ী নামের একটি রেস্তোঁরায় খেতে বসি পরিবারের ৬ সদস্য। খাবারের এক পর্যায়ে গরুর মাংসের মধ্যে ছোট ছোট পোকা ও কীট পাওয়া যায়। যা রেস্তোঁরা কর্তৃপক্ষকে জানালে ম্যানেজার অস্বীকার করেন। আর বলেন এটা কিছু না, পারলে ল্যাবে নিয়ে যান। আমি অনেকবার বলেছি এবং দেখেছি, পোকা ও কীটগুলো। তবে, ম্যানেজারের এক কথা এটা পোকা নয়, পারলে ল্যাবে নিয়ে গিয়ে পরীক্ষা করান। পারলে যা খুশি তাই করেন। ম্যানেজার আরও বলে, আপনারা রেস্তোঁরায় বসে খাওয়ার যোগ্য নয় এমন অসদচারণ করে। এক পর্যায়ে, খাবারও খেতে পারলাম না আর খাবারের ১২০০ টাকা বিল দিয়ে রেস্তোঁরা থেকে বের হয়। পরবর্তী বিষয়টি জেলা প্রশাসনের তথ্য ও অভিযোগ কেন্দ্রে লিখিতভাবে অভিযোগ করি।
তবে ভোজনবাড়ী রেস্তোঁরা ম্যানেজার মো. সানাউল্লাহ বলেন, “আমাকে জরিমানা করেছে, আমি জরিমানা পেয়ে গেছি। তবে পর্যটক যে অভিযোগ করেছে তা সত্য নয়। আমি পর্যটককে বলেছি, মাংসে যদি পোকা থাকে তাহলে ল্যাবে নিয়ে যান এবং পরীক্ষা করুন। যদি মাংসে পোকা থেকে থাকে তাহলে প্রশাসন যে শাস্তি দেবে আমি মাথা পেতে নিব।”
এদিকে পর্যটকের অভিযোগে প্রেক্ষিতে রাতে অভিযানে যান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুম বিল্লাহ’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। রেস্তোঁরায় গিয়ে সত্যতা পাওয়ার পাশাপাশি রান্না ঘরে পাওয়া যায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন। একই সঙ্গে ফ্রিজে মিলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাঁচা ও রান্না করা খাবার একত্রে রাখার দৃশ্য।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, পর্যটকের অভিযোগের প্রেক্ষিতে রেস্তোঁরায় এসে মাংসে পোকা পাওয়ার বিষয়টি দেখানো হয়। আশপাশের উপস্থিত সবাই বলেছে মাংসে যেটা পাওয়া গেছে সেটা পোকা। এর পাশাপাশি রেস্তোরার রান্না ঘরে দেখা যায় খোলা স্থানে খাবার রাখা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাঁচা ও রান্না করা খাবার একত্রে রাখা হয়েছে এসব দৃশ্য দেখতে পায়। তাই ভোজনবাড়ী ও লবস্টার রেস্তোঁরাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এধরনের কর্মকান্ড না করার জন্য সতর্কও করা হয়েছে।
এদিকে অভিযানকে স্বাগত জানিয়েছেন কক্সবাজারে আগত পর্যটকরা। তারা দাবি করেন, পর্যটন মৌসুমে ধারাবাহিকভাবে এ অভিযান অব্যাহত রাখার।

পাঠকের মতামত

ফের সক্রিয় হতে উখিয়ায় আ.লীগের তৎপরতা রাতে নিষিদ্ধ ছাত্রলীগের লেখা ‘জয় বাংলা’ দিনে মুছে দিল উখিয়া ছাত্রদল

উখিয়ায় ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ অঙ্গসংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড উপজেলায় চাঞ্চল্যের জন্ম ...

টেকনাফের বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন গ্রেপ্তার

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান, যুবলীগ নেতা আমজাদ হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ...

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল

উখিয়ার রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের ৩ সদস্যের একটি বিশেষ প্রতিনিধিদল। প্রতিনিধি ...