উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/১০/২০২৩ ৯:৫৫ এএম

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় মানবিক সহায়তা প্রবেশে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা। ইসরায়েল ও সশস্ত্রগোষ্ঠী হামাসের মধ্যে চলমান সংঘাত বন্ধে প্রস্তাবটি আনে ব্রাজিল।

বুধবারের ভোটে প্রস্তাবের পক্ষে অবস্থান নেয় ১২টি দেশ। বিপক্ষে অবস্থান নেয় আমেরিকা। এর আগে রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিল চারটি দেশ। রাশিয়ার ওই প্রস্তাবনা নিয়ে ভোটাভুটিতে এর বিরোধিতা করে আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স ও জাপান। আর প্রস্তাবের পক্ষে ভোট দেয় চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, গ্যাবন ও মোজাম্বিক। ভোটদানে বিরত ছিল আলবেনিয়া, ঘানা, সুইজারল্যান্ড, ইকুয়েডর, ব্রাজিল ও মাল্টা।

বুধবার ভেটোর বিষয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, ‘প্রস্তাবটি নিয়ে হতাশ আমেরিকা। কারণ এতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথা উল্লেখ করা হয়নি। চলমান সংঘাত নিরসনে ওয়াশিংটন মাঠ পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, ভোটদানে বিরত ছিল রাশিয়া ও যুক্তরাজ্য।

গাজার আল-আহলিল আরব হাসপাতালে ইসরায়েলের হামলায় ৫০০ মানুষ নিহতের ঘটনাকে ‘গণহত্যা’ উল্লেখ করে ইসরায়েলি বাহিনীকে দূষছেন জাতিসংঘে ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি।

তবে ওই হামলার পেছনে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠীকে দায়ী করছেন জাতিসংঘে ইসরায়েলের দূত গিলাড এরদান। তবে ইসলামিক জিহাদ সেই অভিযোগ অস্বীকার করেছে।

ব্রাজিলের খসড়া প্রস্তাবে সোমবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু বিষয়টি নিয়ে আলোচনার জন্য আরও সময় দিতে ২৪ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। এরপর বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল সফরকে কেন্দ্র করে ফের সময় পিছিয়ে দেয় আমেরিকা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাসের জন্য দরকার অন্তত ৯ সদস্য দেশের সমর্থন। তবে স্থায়ী পাঁচ সদস্য দেশের যেকোনো একটি ভেটো দিলে তা বাতিল হবে।

পাঠকের মতামত

মিয়ানমারে বিদ্রোহী জোটে ভাঙন, যুদ্ধ থামিয়ে জান্তার সঙ্গে হাত মেলাল দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী

মিয়ানমারে গৃহযুদ্ধ থামাতে চীনের কূটনৈতিক তৎপরতার ফল মিলল। বেইজিংয়ের মধ্যস্থতায় বিদ্রোহী জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’-এর ...

মার্কিন সহায়তা স্থগিত:থাই হাসপাতাল ছাড়ছে মিয়ানমারের শরণার্থীরা

বিদেশে মার্কিন সহায়তা স্থগিত করতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। ইতোমধ্যেই ...

বাংলাদেশেও সব মার্কিন সহায়তা বন্ধ, জানিয়ে দিল ইউএসএআইডি

মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধের নির্দেশনা ...

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সাথে কাজ করবে ইউএনএইচসিআর

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন যে তার সংস্থা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে ...

যুক্তরাষ্ট্রের সব বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সব ধরনের বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছেন সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ...

নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বিষয়ে তদন্ত করবে জাতিসংঘ

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের বিষয়ে তদন্ত কর‌বে জাতিসংঘ। মিয়ানমারে ...