উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১০/২০২৪ ৮:১৬ এএম
Oplus_131072

নেপালের হিমালয় পর্বতচূড়া এভারেস্টের দক্ষিণ বেস ক্যাম্পে সফলতার সঙ্গে আরোহণ করেছেন কক্সবাজারের সন্তান মোহাম্মদ ইলিয়াস ও আবরার ফুয়াদ।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর)৷ হিমালয় পর্বতের দক্ষিণ বেসের ৫ হাজার ৩৬৪ মিটার (১৭ হাজার ৫৯৯ ফুট) উচ্চতার এই ক্যাম্পে পৌঁছে গৌরবের সঙ্গে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড্ডয়ন করেন তারা।

এর আগে ২০২১ সালে কক্সবাজার থেকে প্রথম শেখ আশিকুজ্জামান আশিক নামের এক ব্যক্তি ৩জনের একটি ছোট টিম নিয়ে হিমালয় পর্বতের দক্ষিণ বেসের ৫ হাজার ৩৬৪ মিটার (১৭ হাজার ৫৯৯ ফুট) উচ্চতার এই ক্যাম্পে পৌঁছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ ইলিয়াস জানান, মূলত শখের বশে এই কাজ করা৷ আমার খুব ইচ্ছে ছিল এভারেস্টর চূড়ায় গিয়ে সেখানে বাংলাদেশের পতাকা উড্ডয়ন করার। আলহামদুলিল্লাহ আমার ইচ্ছে এবং শখ পূরণ হয়েছে।

উল্লেখ্য, মো. ইলিয়াস ও আবরার ফুয়াদ কক্সবাজার থেকে দ্বিতীয় বারের মতো দুজন ব্যক্তি এভারেস্ট বেইস ক্যাম্পে সফলতার সঙ্গে আরোহণ করলেন। মোহাম্মদ ইলিয়াস কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার বাসিন্দা। মরহুম আমজাদ হোসেনের একমাত্র সন্তান। তিনি ২০০১ সালে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এবং ২০০৩ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর গ্র‍্যাজুয়েশন শেষ করে বর্তমানে তিনি কক্সবাজারস্থ ইউএনএইচসিআর এ কর্মরত আছেন। এবং আবরার ফুয়াদ সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের ভাগ্নে, ইঞ্জিনিয়ার সুজার পুত্র। শহরের শহীদ মিনারের বিপরীতে নিরিবিলিতে তার বসবাস। তিনি কানাডিয়ান গভর্নমেন্টের অধীনে ইলেক্ট্রনিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছেন। এর আগে তিনি গতবছর রকি মাউন্টেনে এবং ২০১৬ সালে মাউন্ট রবসনে ও গিয়েছিলেন বলে জানা যায়। ইলিয়াস ও ফুয়াদ এরা দুজনই বন্ধু।

পাঠকের মতামত

রোহিঙ্গা অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বুলেটপ্রুফ গাড়িতে টহল

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে মরিয়া হয়ে সক্রিয় থাকা রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে আর চোরাচালান বন্ধে ...

কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই প্রতারণার মাধ্যমে বিয়ের পিড়িতে চকরিয়া নুর!

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া পরবর্তীতে কানাডায় বসবাসরত নুর বেগম নামের এক মহিলাকে বিয়ের ...

সিইসির মা-বাবার সমস্ত সম্পদ দিয়ে কক্সবাজারে গড়ে তোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের গর্বিত সন্তান এ এম এম নাসির উদ্দীন ১৯৬৮ সালে ...