উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/০৯/২০২২ ৪:৩৮ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ইছালে ছওয়াব মাহফিল ও রামুর সেই ঐতিহাসিক মেজবান এবার অনুষ্ঠিত হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

এ উপলক্ষে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে রামু থেকে ৫০টি এসি বাসে করে বাংলাদেশ আওয়ামী লীগের দুই হাজার নেতাকর্মী বুধবার টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

পরদিন বৃহস্পতিবার সেখানে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল ও মেজবান।
সাইমুম সরওয়ার কমল এমপির একান্ত সহকারী মিজানুর রহমান জানান, রামু উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এ আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় নেতা, এলাকায় বঙ্গবন্ধু পাগল লোকজন এবং তৃণমূলের ত্যাগী ব্যক্তিরা এ সফরে প্রাধান্য পাচ্ছেন।

এছাড়া রামু উপজেলার ১১ ইউনিয়নের ৯৯টি ওয়ার্ড থেকে আওয়ামী লীগের দুই হাজারের বেশি নেতাকর্মী টুঙ্গিপাড়ার মাহফিলে অংশ নেবেন। ইছালে ছওয়াব মাহফিল ও ঐতিহাসিক মেজবান বাস্তবায়নে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

আয়োজক কমিটির সমন্বয়ক, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক জানান, প্রতিবছর জাতীয় শোক দিবস উপলক্ষে রামুতে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপির নেতৃত্বে রামু স্টেডিয়ামে বৃহত্তর আয়োজনে মেজবানের আয়োজন করা হতো।
এবছর সেই বৃহত্তর মেজবান টুঙ্গিপাড়ায় আয়োজন করতে যাচ্ছি। এ আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

তৃণমূলের প্রবীণ আওয়ামী লীগ নেতা ছৈয়দ জামান বলেন, মৃত্যুর আগে একবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করব, সেই আশা দীর্ঘদিনের। আজ বয়সের শেষ সময়ে এসে মনের সেই আশা পূরণ করছেন আমাদের প্রিয় নেতা কমল এমপি। জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ব্যতিক্রমী এ আয়োজনের জন্য সংসদ সদস্য কমলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত, ইছালে ছওয়াব মাহফিল ও মেজবান আয়োজক কমিটির আহ্বায়ক জাফর আলম চৌধুরী জানান- সাইমুম সরওয়ার কমল এমপির নেতৃত্বে ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় রামু থেকে ৫০টি বাসযোগে নেতাকর্মীরা টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। পরদিন ৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধুর কবর জিয়ারত, দোয়া মাহফিল ও মেজবানে অংশ নিয়ে সন্ধ্যা ৬টায় টুঙ্গিপাড়া থেকে রামুর উদ্দেশ্যে রওনা করবেন।

পাঠকের মতামত

উখিয়ায় হুমকির মুখে বনভূমি

কক্সবাজারের উখিয়ায় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন বাস্তবায়নে সংশ্লিষ্ট বনের কর্তা ব্যক্তিরা গড়িমসি করার কারণে এ ...

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত ...

ইসলামী চেতনা নিয়েই এই বাংলাদেশে আমাদের বাঁচতে হবে : সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইফ ও সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আল্লাহর অস্ত্বিত্বকে ...

রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্তদের জীবিকায় নতুন মার্কিন উদ্যোগ

কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গা শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জীবিকা ও জীবনমান উন্নত করার লক্ষ্যে ...

উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারিসহ ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৩ প্রতিষ্ঠানকে মোট ...