বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
এমপি বদিকে গ্রেফতারের প্রতিবাদ উখিয়ায় সড়ক অবরোধ
প্রকাশিত - নভেম্বর ২, ২০১৬ ৩:৪৪ পিএম
সরওয়ার আলম শাহীন/ ওবাইদুল হক চৌধুরী::
দুর্নীতির মামলায় উখিয়া টেকনাফের আলোচিত এমপি আবদুর রহমান বদির আদালত কতৃক সাজা হওয়ার ঘটনায় উখিয়া-টেকনাফ সড়ক অবরোধ করে স্থানীয় নেতাকমীরা।কক্সবাজার টেকনাফ সড়কের ফলিয়াপাড়া ব্রিজের উপর কাঠের গুড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে নেতাকর্মীরা দুপুর ২ টা অবরোধ চালিয়ে যায় নেতাকর্মীরা।এ বদির পক্ষে বিভিন্ন শ্লোগান দেয় নেতাকর্মীরা।পরে অবশ্য যতযত কতৃপক্ষের সাতে কথা বলা আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হয়। এতে কক্সবাজার-টেকনাফ সড়কের দু,পাশে শত শত যানবাহন আটকা পড়েছে।ঘটনাস্থলে উখিয়া থানার ওসি (তদন্ত) কায় কিসলু গিয়ে নেতাকর্মীদের সাথে কথা দীর্ঘদিন কথা বলেও অবরোধ প্রত্যাহার করতে পারেননি।উল্টো পুলিশের সামনেই নেতাকর্মীরা বদির পক্ষে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখে রাজপথ।শেষ পর্যন্ত উখিয়া
[caption id="attachment_11931" align="alignleft" width="1886"] ঘটনাস্থল ইউএনও মাঈন উদ্দীন কথা বলছেন স্থানীয় নেতা কর্মীদের সাথে[/caption]
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনের প্রচেষ্টা ও উধ্বর্তন কর্তপক্ষের সাতে আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করে দেন নেতাকর্মীরা। এ ব্যাপারে উখিয়া আওয়ামীলীগের নেতা হুমায়ুন কবির চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি উখিয়া নিউজ ডটকমকে বলেন,পরীক্ষার কারনে আমার তৎক্ষনাৎ কোন প্রতিবাদ করিনি। আবদুর রহমান বদি উখিয়া টেকনাফের গনমানুষের প্রিয়মুখ, গরীব দরদী নেতা।তাকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে।স্থানীয় জনতা দুপুরের পর তাই ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে এবং উখিয়া-টেকনাফ সড়ক অবরোধ করে রাখে। পরে উর্ধ্বতন কতৃপক্ষের সাথে এ ব্যাপারে আলাপ করা হবে ইউএনও মাঈন উদ্দিনের আশ্বাসের প্রেক্ষিতে বেলা সাড়ে ৩ টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।
Copyright © 2024 UkhiyaNews.Com. All rights reserved.