নিউজ ডেস্ক : সরকার দলীয় এমপি আবদুর রহমান বদির অবৈধ সম্পদ অর্জনে দুর্নীতির মামলায় আগামী ২০ জুলাই যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেছেন আদালত।
সূত্র: বাংলামেইল
বুধবার (২৯ জুন) ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার মামলাটির আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষে এই তারিখ ধার্য করেন।
ওইদিন আত্মপক্ষ শুনানিতে এই সাংসদ নিজেকে নির্দোষ দাবি করে লিখিত বক্তব্য দাখিল করবেন বলে জানান। তাই বিচারক আগামী ২০ জুলাই লিখিত বক্তব্য দাখিল এবং যুক্তিতর্কের শুনানির দিন ধার্য করেন।
সাক্ষ্য গ্রহণকালে আসামি বদি আদালতে উপস্থিত ছিলেন। মামলাটিতে ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর বদির বিরুদ্ধে চার্জগঠন করে আদালত।
২০১৪ সালের ২১ আগস্ট এমপি বদির বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সোবহানের দায়ের করা ওই মামলা নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামার বাইরে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা অবৈধ সম্পদ থাকা। সম্পদ ৩৫১ গুণ বৃদ্ধি পাওয়া। পাঁচ বছরে তার আয় ৩৬ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৪০ টাকা। হলফনামা অনুসারে তার বার্ষিক আয় ৭ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৮০৮ টাকা। আর বার্ষিক ব্যয় ২ কোটি ৮১ লাখ ২৯ হাজার ৯২৮ টাকা।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে জমা দেয়া হলফনামায় তার বার্ষিক আয় ছিল ২ লাখ ১০ হাজার ৪৮০ টাকা। ব্যয় ছিল ২ লাখ ১৮ হাজার ৭২৮ টাকা। ওই সময় বিভিন্ন ব্যাংকে তার মোট জমা ও সঞ্চয়ী আমানত ছিল ৯১ হাজার ৯৮ টাকা।
২০১৫ সালের ৭ মে দুদকের উপ-পরিচালক মঞ্জিল মোর্শেদ আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটিতে তিনি ২০১৪ সালের ১২ অক্টোবর ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। পরবর্তীতে তিনি হাইকোর্ট থেকে জামিন পান।
সুত্র : বাংলামেইল২৪ডটকম