প্রকাশিত: ১৪/০৪/২০২০ ৯:৫৩ এএম

আশু বড়ুয়া

কুহূ কুহূ নানা সুরে
কোকিল দিচ্ছে ডাক,
রঙিন ছবির আলপনাতে
এলো রে বৈশাখ।
.
বটতলাতে বসবে মেলা
ঘুরতে যাবো আজ,
নাগরদোলায় চড়বো মোরা
দেখবো পুতুল নাচ।
.
পান্তা-ইলিশ-লঙ্কা দিয়ে
হবে আজ ভোজন,
বৈশাখির সাজে সেজে
আসবে কতো প্রিয়জন।
.
সন্ধ্যা যখন হবে আবার
ফানুস বেলুন উড়বে আকাশে,
বাঙালির আজ প্রাণের উচ্ছ্বাস
জানান দেবে বাতাসে।

আজ এই দিনে দুঃখ গ্লানি
ভুলে গিয়ে দূর করি রাগ,
রঙিন ছবির আলপনাতে
এলো রে পহেলা বৈশাখ।

পাঠকের মতামত

উখিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর আনোয়ারী সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই

গত ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের মানুষ নতুন ...

পর্যটকে মুখরিত ইনানী সৈকত

একদিকে পর্যটন মৌসুম, অন্যদিকে মহান বিজয়ের মাস। তাই পর্যটক বেড়েছে কক্সবাজার, ইনানী ও পাটোয়ারটেক সৈকতে। ...

কক্সবাজারে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

নারী সহায়ক কর্মপরিবেশ তৈরি করে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। এর পাশাপাশি বৈষম্যহীন ...