উখিয়াতে নেই শিল্প কারখানা ও শিশুপার্ক
বিশ্বের দীর্ঘতম শরণার্থী ক্যাম্প কক্সবাজারের উখিয়ায়। এখানে শিল্প কারখানা ও শিশুদের বিনোদন কেন্দ্র শিশুপার্ক নেই। ...
আশু বড়ুয়া
কুহূ কুহূ নানা সুরে
কোকিল দিচ্ছে ডাক,
রঙিন ছবির আলপনাতে
এলো রে বৈশাখ।
.
বটতলাতে বসবে মেলা
ঘুরতে যাবো আজ,
নাগরদোলায় চড়বো মোরা
দেখবো পুতুল নাচ।
.
পান্তা-ইলিশ-লঙ্কা দিয়ে
হবে আজ ভোজন,
বৈশাখির সাজে সেজে
আসবে কতো প্রিয়জন।
.
সন্ধ্যা যখন হবে আবার
ফানুস বেলুন উড়বে আকাশে,
বাঙালির আজ প্রাণের উচ্ছ্বাস
জানান দেবে বাতাসে।
আজ এই দিনে দুঃখ গ্লানি
ভুলে গিয়ে দূর করি রাগ,
রঙিন ছবির আলপনাতে
এলো রে পহেলা বৈশাখ।
পাঠকের মতামত