সীমান্ত পরিস্থিতির কারনে ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এসএসএসি পরীক্ষার্থীদের জন্যে পরিবতর্তিত কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসার জন্যে দুটি বাস দিয়েছে উখিয়া থানা পুলিশ।
সকাল ৯ টায় ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে সেই বাসে করেই পরীক্ষার্থীরা কুতুপালং উচ্চবিদ্যালয়ে বাংলা ২য় পত্রের পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা শেখ মোহাম্মদ আলী এবং যতদিন দরকার এ সুবিধা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
শনিবার সকাল ১১ টায় শুরু হবে এসএসসি বাংলা ২য় পত্রের পরীক্ষা। চলবে দুপুর ১টা পর্যন্ত।ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা ৪১৯ জন