প্রকাশিত: ১৯/০৯/২০১৬ ৯:১২ পিএম

received_12763388257109241বিশেষ প্রতিবেদক::

কক্সবাজারের এসএসসি ২০০৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান ঈদের ২য় দিন ১৪ সেপ্টেম্বর ২০১৬, বুধবার ৯৯ ব্রাইডাল হাউজ, কলাতলীতে অনুষ্ঠিত হয়। কক্সবাজারের বিভিন্ন স্কুলের শতাধিক বন্ধু-বান্ধবীর উপস্থিতি অনুষ্ঠানটিকে ঝাঁকালো করে তুলে। পবিত্র ধর্মীয় পাঠ ও জাতীয় সংগীত দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে ছিল স্মৃতি স্মারণ, নাচ-গান, বন্ধুদের মধ্যে স্মারক বিতরণ, ডিনার, ডিজে এবং রেফেল ড্র।

অনুষ্ঠানে স্মৃতি স্মারণ করেন বান্না, রানা, শাখাওয়াত, এ্যানি, রাসেল, আজিজ, মিজান, জাহেদ, নিহাদ, ইরফান, শাকিল, মাহি, সোহাগ, রাজীব, ইবতি প্রমূখ। গান পরিবেশন করেন তুষার, ফরহাদ, এ্যানি, জিকু, অমিত ও সাইফুজ্জামান। প্রায় ১৯ টি ক্যাটাগরিতে ২৪ জনকে দেয়া হয় বিশেষ সম্মাননা। ক্রিকেট স্টার মুমিনুল বিজয়ীদের হাতে স্মারক তুলে দেন ও নিজেও জিতে নেন ব্যাচ আইডলের পুরস্কার। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ “হ্যান্ডসাম পারসন অফ দ্য ডে” নির্বাচিত হন কণা দাশ। প্রোগ্রামের মূল আয়োজক ছিলেন রাশেদ, সেলিম, জামি, রবিন, তুষার, নিজাম প্রমূখ। রাশেদ তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “তোদের উপস্থিতিই আমাদের সাহস। তাই অল্প সময়ের ব্যবধানে ২য় বারের মত সমবেত হতে পারলাম’’। তিনি সবার অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান। ছয় ঘন্টাব্যাপী উক্ত অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্বে ছিলেন কণা, রবিন ও সেলিম। উল্লেখ্য, ২০০৫ ব্যাচ গত রমজান মাসেও বিশাল ইফতারের আয়োজন করেছিল। আশা করা যাচ্ছে, তাঁরা আগামীতে আরো সুন্দর অনুষ্ঠান নিয়ে আসবেন এবং বন্ধুত্বকে আরো অটুট করবেন।

 

পাঠকের মতামত

যে কারনে মামলার মুখে পড়তে পারে ইউনিয়ন ব্যাংক

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ অবস্থায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ‘নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’ এ মামলার হুঁশিয়ারি দিয়েছে সংশ্লিষ্ট ...