চট্টগ্রামে সাবেক এসপিপত্মী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহ নূর মামলার দুই আসামি এহতেশামুল হক ভোলা ও মনির হোসেন বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আদালত আসছে বছরের ১৮ জানুয়ারি থেকে সাক্ষ্যগ্রহণের সময়ও নির্ধারণ করে দিয়েছেন।
নগরীর বাকলিয়া থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের এই মামলাটির অভিযোগপত্র গেলো ২৮ জুলাই আদালতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে আসামি করা হয়। এর আগে ২৭ জুন ভোলা এবং পরদিন মনির গ্রেপ্তার করা হয়।
৫ জুন সকালে চট্টগ্রামের ও আর নিজাম রোডে সন্তানের সামনে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু মিতুকে।