প্রকাশিত: ১১/০১/২০১৮ ৭:৪২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:১৪ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::

এ্যাডহক রামু রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিক প্রতিযোগিতায় নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ১১টি স্বর্ন,৫ রৌপ্য,৭টি তা¤্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর হেড কোয়াটারে তাদের আয়োজনে ১৮টি ইভেন্টে ১২৮জন খেলোয়াড় নিয়ে এ্যাডহক রামু রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিক খেলায় অংশ নেয়। গত ৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারী ২০১৮ইং তারিখ পর্যন্ত আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিক খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১০ জানুয়ারী নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি সদর হেড কোয়াটারে মোট ৭টি ব্যাটালিয়ন খেলায় অংশ গ্রহন করে। এর মধ্যে ৩১ বিজিবি ১১টি স্বর্ন,৫টি রৌপ্য, ৭টি তা¤্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হন এবং ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৭টি স্বর্ন,৫টি রৌপ্য,২টি তা¤্র পদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও ৪টি স্বর্ণ পদক পেয়ে শ্রেষ্ঠ নবীন খেলোয়ার হওয়ার গৌরব অর্জন করেছেন ৩১ বর্ডারগার্ড ব্যাটালিয়নের সিপাহী আসিফ রানা এবং শ্রেষ্ঠ প্রবীন খেলোয়ার ৩৪ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অবৈঃ ল্যান্স নায়েক মোঃ মনোয়ার হোসেন। খেলা শেষে বিকেল ৫টায় ৩১ বিজিবি সদর দপ্তরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন, এ্যাডহক রামু রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক এসজিপি, বিজিবিএম,পিএসসি।এতে বিশেষ অতিথি হিসেবে ব্যাটালিয়নের পদস্থকর্মকর্তা,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিক প্রতিযোগিতা খেলায় খেলোয়াড়গণ, সৈনিকগণ ও কর্মচারীগণেরা।

পাঠকের মতামত

দেশের বাইরে উখিয়ার রিপাসহ দুই ফুটবলারকে খেলতে পাঠাবে না বাফুফে

ভুটানের ঘরোয়া নারী ফুটবল লিগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের দুই ফুটবলার মাসুরা ...

টেকনাফকে মাদকমুক্ত করতে খেলাধুলাই একমাত্র হাতিয়ার-জেলা প্রশাসক

অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কক্সবাজার জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন টেকনাফ উপজেলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ...

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার ...

ঝিমিয়ে পড়েছে কক্সবাজারের ক্রীড়াঙ্গন

কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামজুড়ে সুনশান নিরবতা। গ্যালারিতে নেই দর্শকদের উচ্ছ্বাস। চেয়ারগুলোতে জমেছে ধুলাবালি। সবুজের ...