প্রকাশিত: ০৯/০২/২০২২ ১০:০৭ এএম

ওমরাহ পালনে যারা সৌদি আরবে গমনে ইচ্ছুক তাদের জন্য বিধিনিষেধে কিছুটা পরিবর্তন এনেছে দেশটির সরকার। সৌদিতে রওনা হওয়ার ৪৮ ঘণ্টা আগে করোনা পিসিআর পরীক্ষা করাতে হবে। এবং সৌদিতে নেগেটিভ সনদ জমা দিতে হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় মঙ্গলবার এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে। শুধু ওমরাহ পালনে ইচ্ছুক তাদের জন্যই নয়, পর্যটকদের জন্যও একই নির্দেশনা প্রযোজ্য হবে। সৌদি সরকারের এ ঘোষণা বাস্তবায়ন শুরু হবে আগামী বুধবার থেকেই।

বিবৃতিতে বলা হয়েছে, মক্কা ও মদিনার গ্র্যান্ড মসজিদে প্রবেশের জন্য ওমরাহ পালনকারীদের ‘তাওয়াক্কালনা’ অ্যাপ ব্যবহার করে টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, ওমরাহ পালনের জন্য আসা বিদেশিরা আগে ১০ দিন থাকার অনুমোতি পেতো। তা এখন বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে। করোনার সংক্রমণ ওপর নির্ভর করে বিধিনিষেধ আরোপ করে সৌদি সরকার।

সূত্র: জিও নিউজ

পাঠকের মতামত

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ

ইসলামী ঐতিহ্যের স্মৃতি বিজড়িত তুরস্কে অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ, ...