প্রকাশিত: ১৬/০৯/২০২১ ৫:৩৯ পিএম

পবিত্র ওমরা পালন করতে দেশ ছেড়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা ৫ জনসহ ৭ ক্রিকেটার। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তারা সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন।

ওমরা পালনে গেছেন পেসার তাসকিন আহমেদ, ওপেনার মোহাম্মদ নাঈম, উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, অলরাউন্ডার আফিফ হোসেন ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তারা সবাই বিশ্বকাপ দলে আছেন।

এ ছাড়া স্পিনার তাইজুল ইসলাম ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির হাসানও ওমরা পালন করতে গেছেন তাসকিনদের সঙ্গে। ওমরা পালন শেষ ২১ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোয়া চেয়েছেন সোহান। তিনি সালাম দিয়ে লেখেন, ‘আমাদেরকে আপনাদের প্রার্থনায় রাখুন। আমরা ওমরা পালন করতে যাচ্ছি। আল্লাহ মালিক।’

পাঠকের মতামত

রোহিঙ্গা ইস্যুতে সবসময় উদারতা দেখিয়েছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেছেন মুখপাত্র ...

চ্যাম্পিয়নস ট্রফি আসছে বাংলাদেশে, প্রদর্শনী হতে পারে কক্সবাজারে

চ্যাম্পিয়নস ট্রফির আগামী আসর বসার কথা পাকিস্তানে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই টুর্নামেন্টের পর্দা উঠবে। তবে মূল ...