একুশ পদক পেয়ে উচ্ছ্বসিত ফুটবলার উখিয়ার রিপা
নারী ফুটবল দলসহ ১৮ জনকে একুশে পদক তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ...
পবিত্র ওমরা পালন করতে দেশ ছেড়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা ৫ জনসহ ৭ ক্রিকেটার। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তারা সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন।
ওমরা পালনে গেছেন পেসার তাসকিন আহমেদ, ওপেনার মোহাম্মদ নাঈম, উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, অলরাউন্ডার আফিফ হোসেন ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তারা সবাই বিশ্বকাপ দলে আছেন।
এ ছাড়া স্পিনার তাইজুল ইসলাম ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির হাসানও ওমরা পালন করতে গেছেন তাসকিনদের সঙ্গে। ওমরা পালন শেষ ২১ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোয়া চেয়েছেন সোহান। তিনি সালাম দিয়ে লেখেন, ‘আমাদেরকে আপনাদের প্রার্থনায় রাখুন। আমরা ওমরা পালন করতে যাচ্ছি। আল্লাহ মালিক।’
পাঠকের মতামত