উখিয়া বন রেঞ্জের ওয়ালা বনবিটের বিট কর্মকর্তা আরাফাত এর বিরুদ্ধে পাহাড় কাটা, সরকারি বনভুমি বেছা -- বিক্রি ও অবৈধ স্থাপনা নির্মানে সহযোগিতা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সূত্র মতে, ওয়ালা বনবিটের উত্তর পুকুরিয়া এলাকার আব্দুল করিমের সৌদি আরব প্রবাসী ছেলে আব্দুল মন্নানকে সরকারি বিশাল বনভুমিতে বাউন্ডারি ও গাইড ওয়াল্ড নির্মানে সহযোগিতা করে অর্ধলক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে স্থাপনা নির্মানকারী সৌদি আরব প্রবাসী আব্দুল মন্নান বিষয়টি প্রতিবেদক জানিয়েছেন।
[caption id="attachment_155799" align="alignnone" width="960"] ওয়ালা বিট কর্মকর্তা আরাফাত এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ[/caption]
তিনি আরো বলেন,, বিট কর্মকর্তাকে টাকা দিয়ে উত্তর পুকুরিয়া এলাকায় সরকারি বনভুমিতে সম্প্রতি প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা নির্মান হয়েছে। সবাই যেভাবে বিট অফিসারকে টাকা দিয়ে কাজ করেছে, আমি ঠিক ঐভাবে টাকা কাজ করতেছি। এতে আমার দোষ কোথায়।
বিট অফিসার আরাফাত ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তাদের নিকট থেকে টাকা গুলো হেডম্যান শামশু নিয়েছে বলে তিনি দাবি করেন।