সিলেটে বন্যার পানি এমএজি ওসমানী বিমানবন্দরের রানওয়েতে চলে আসায় ফ্লাইট ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বন্যার পানি রানওয়ের কাছাকাছি চলে এসেছে। কিছু যন্ত্রপাতিও পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ অবস্থায় এ বিমানবন্দরে ফ্লাইট অপারেট বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ বিমানবন্দরে ৫টি ফ্লাইট অপারেট হয়েছে।
সিলেট নগরী থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে ওসমানী বিমানবন্দরের অবস্থান। মঙ্গলবার থেকে সৃষ্ট বন্যায় সিলেট সদরসহ ৫টি উপজেলা প্লাবিত হয়েছে