প্রকাশিত: ১২/১১/২০১৭ ১২:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:১৭ এএম

ডেস্ক রিপোর্ট ::
অনন্ত জলিল অনন্ত এবার এক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হতে যাচ্ছেন। আগামী ১৭ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ওয়াজ মাহফিলের পোস্টারে ছেয়ে গেছে।

পোস্টার সূত্রে জানা গেছে, এলাকার ‘যুবসমাজ’র উদ্যোগে ১৭ নভেম্বর বাদ আছর ওয়াজ মাহফিল শুরু হবে। তৃতীয় বার্ষিক বিশাল ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুফতি হাবিবুর রহমান মিজবাহ্।

কিছুদিন আগে তাবলীগ জামাতের সঙ্গে রাজধানীর ধানমন্ডির একটি মসজিদে ছিলেন। তারই ধারাবাহিকতায় গত ১৮ থেকে ২০ আগস্ট নারায়ণগঞ্জের বাইতুল আকসা মসজিদে ৩ দিন অবস্থান করেন।

যাওয়ারত আগে অনন্ত বলেন, ‘বন্ধুগণ, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। চলুন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহ্‌ তায়ালার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সবাইকে ইসলামের নিয়ম-কানুন মানার তৌফিক দান করেন।

২০১০ সালে ‘খোঁজ দ্যা সার্চ’ সিনেমার মাধ্যমে অনন্ত জলিলের বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’, ‘দ্য স্পিড’ ‘মোস্ট ওয়েলকাম’ ‘নিঃস্বার্থ ভালবাসা’ ‘মোস্ট ওয়েলকাম ২’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেন। -কালের কণ্ঠ

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...