ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৩/২০২৫ ৪:২৩ এএম , আপডেট: ০৯/০৩/২০২৫ ৪:২৭ এএম

কক্সবাজারের পেকুয়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পেকুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত সাবেক ছাত্রদল নেতা মীর মোস্তাফা কামাল (৩২) উজানটিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পেকুয়ারচর এলাকার আবুল হাসেমের ছেলে।

গুরুতর আহত সাবেক ছাত্রদলের এ নেতাকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো দা এর কুপের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আহতের ভাই লোকমান হাকিম ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, তারাবি নামাজের পর আমার ভাই স্থানীয় মনির দোকানের বেঞ্চে শুয়েছিল। এমন অবস্থায় স্থানীয় মোজাহেরুল হকের ছেলে মোস্তাক আহমদ দোকানে ঢুকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে এতে আমার ভাইয়ের পায়ে হাতে এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে রক্তাক্ত করে।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে যাই, এসময় স্থানীয়দের সহায়তায় মোস্তাক আহমদকে ধারালো দা সহ আটক পুলিশকে খবর দেই।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোস্তাক আহমদকে থানা নিয়ে যায়। তিনি বলেন, মূলত কি বিষয়ে এ ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে মোস্তাক আহমদ তার স্ত্রীর সাথে কামালের পরকিয়া সম্পর্কের কথা বলে কামালের উপর ক্ষিপ্ত ছিল। প্রায় সময় মোস্তাক আহমদ কামালকে দেখে নিবে বলে হুমকি দিত।

আহত সাবেক ছাত্রদল নেতা পেকুয়া উপজেলা ছাত্রদলের নেতা ছিলেন বলে নিশ্চিত করেন পেকুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম মারুফ।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, উজানটিয়া এলাকায় একজনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় মোস্তাক আহমদ নামে একজনকে আটক করা হয়।

তিনি বলেন, আহত ব্যক্তি সাবেক ছাত্রদল নেতা বলে এলাকায় পরিচিত হলেও রাজনৈতিক কারনে তার উপর হামলা হয়েছে কিনা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

চার শিক্ষার্থীর ইমামতিতে কক্সবাজার মেডিকেলে খতমে তারাবীহ

বিভিন্ন বর্ষে অধ্যয়নরত চারজন শিক্ষার্থীর ইমামতিতে কক্সবাজার মেডিকেল কলেজে (কক্সএমসি) প্রথমবারের মতো শুরু হয়েছে খতমে ...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি: উমামা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এর মুখপাত্র উমামা ফাতেমা। ...