উখিয়া নিউজ ডেস্ক::
রামু উপজেলার দূর্গম অঞ্চল ঈদগড়ের মেয়ে ডা. রোমেনা হোছাইন রুমি এমবিবিএস (ডিএমসি) সিসিডি (বারডেম) সম্প্রতি ঘোষিত ৩৬ তম বিসিএস এর চুড়ান্ত ফলাফলে স্বাস্থ্য ক্যাডারে পিএসসির সুপারিশ প্রাপ্ত হয়েছে।
ঈদগড় ইউনিয়ন ১৯৭৩ সালে আলাদা ইউনিয়ন হিসাবে প্রতিষ্টা লাভ করার পর এই প্রথম স্থায়ী বাসিন্দা ও নারী হিসাবে রোমেনা হোছাইন রুমি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের সুযোগ পেলেন।
তাঁর বাড়ি ঈদগড়ের খোন্দাকার পাড়া গ্রামে। চার বছর বয়সে বাবা কে হারান রুমি। তাঁর বাবা মরহুম তোফাজ্জল হোসেন ১৯৯৫ সালে মারা যান। রুমিসহ সকল ভাই বোন গ্র্যাজু্য়শেন সম্পন্ন করে সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন। এদের মধ্যে রুমির বড় বোন নিলুফা ইয়াসমিন চাকমারকুল জারাইলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা।
বড় ভাই এস,এম রেজাউল করিম রাজু বড়বিল কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি হিসেবে কর্মরত ও সিএইচসিপি এসোসিয়েশনের রামু উপজেলা সভাপতির দায়িত্ব পালন করছেন।
ডা. রোমেনা হোছাইন রুমি ৩৬ তম বিসিএস এর চুড়ান্ত ফলাফলে স্বাস্থ্য ক্যাডারে পিএসসির সুপারিশ প্রাপ্ত হওয়ায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ভবিষ্যতে অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।