ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/১২/২০২৪ ৪:৪৮ পিএম , আপডেট: ১১/১২/২০২৪ ৫:১৪ পিএম

কক্সবাজারের ইউনিটস আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসানসহ ৬ জনের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা করেছেন এক নারী। অভিযোগ উঠেছে, অভিযুক্তরা র‍্যাব-১০–এ দায়িত্ব পালনকালে এক ভুক্তভোগী ও তাঁর পরিবারের কাছ থেকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে জমি, ব্যবসা প্রতিষ্ঠান দখল, অর্থ আদায় ছাড়াও ক্ষমতার প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন শিউলি খাতুন। অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডির হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অন্যান্য আসামিরা হলেন- তৎকালীন র‍্যাব-১০–এর সুবেদার কাজী বদরুল আলম, পুলিশের পরিদর্শক মফিজুল আলম, এসআই আইয়ুব হোসেন, অশোক কুমার হালদার ও আনিছুর জামান।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল নোমান।

মামলার বরাত দিয়ে এই আইনজীবী জানান, এএসপি ফখরুল হাসান র‍্যাব-১০ এ দায়িত্ব পালনকালে ২০২২ সালের ১৪ এপ্রিল ঝিকরগাছার কাশীপুর গ্রামের শাহজাহান ও তাঁর নবম শ্রেণি পড়ুয়া সন্তান রায়হান কবিরকে তুলে নিয়ে একটি গোডাউনে আটকে রাখেন। সেখানে দুই দিন ধরে বাবা-ছেলের ওপর অমানুষিক নির্যাতন চালান। ক্রসফায়ারের ভয় দেখিয়ে জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান লিখে নেন ও চেকের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন। সব হারিয়ে শাহজাহান মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ২০২৩ সালের ২০ জানুয়ারি মালয়েশিয়া চলে যান। কিন্তু আগের দিন ১৯ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে এএসপি ফখরুল হাসান ক্ষমতার প্রভাব খাটিয়ে কেরানীগঞ্জ থানায় শাহজাহানকে আসামি করে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে হয়রানিমূলক মামলা দায়ের করে। এতে প্রবাসে ফেরারি জীবন-যাপন করছেন শাহজাহান।

আইনজীবী আব্দুল্লাহ আল নোমান বলেন, ফখরুল হাসান বাদীর সম্পর্কে আত্মীয় হন। ক্ষমতার প্রভাব খাটিয়ে ফখরুল হাসান বাদীর জমি লিখে নেন। পরবর্তীতে বাদীর স্বামীর নামে যাত্রাবাড়ী থানায় অস্ত্র ডাকাতির মিথ্যা মামলা রেকর্ড করেন। তখন বাদীর স্বামী তাঁর বিরুদ্ধে কোনো মামলা করতে পারেননি। বর্তমানে দেশের অবস্থা স্বাভাবিক হওয়ায় এখন তিনি মামলা দায়ের করলেন।

মামলার বাদী শিউলি খাতুন বলেন, ‘আমার স্বামী একজন সহজ-সরল মানুষ। তিনি পেশায় একজন কৃষক। কিন্তু পূর্ব শত্রুতার জেরে তার নামে তৎকালীন এএসপি ফখরুল হাসান যাত্রাবাড়ী থানায় মিথ্যা মামলা দায়ের করে। পূর্ব শত্রুতার জের ধরে আমার স্বামী-সন্তান ঘরে আটকে রেখে মারধর করে জমি লিখে নেয়। কিছু টাকা পয়সা ছিল ব্যাংকে সেগুলো ব্লাংক চেক দিয়ে ব্যাক থেকে উঠায় নিছে। এরপর আমার স্বামী যখন ২০২৩ সালের ১৯ জানুয়ারি ঢাকায় যায় মালয়শিয়ার ফ্লাইট ধরার জন্য ঢাকায় যায়। এরপর ২০ তারিখের টিকিটে মালয়শিয়া চলে যায়। কিন্তু ১৯ জানুয়ারি রাত ৮টায় যাত্রাবাড়ী থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র ডাকাতি আইনে মামলা দায়ের করে ফখরুল। ওই সময় ফখরুল র‍্যাব-১০ এ কর্মরত ছিল। আর এই র‍্যাব ব্যাটালিয়ন-১০ এর কর্মকর্তারা বাদী হয়ে এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা করে। সূত্র ইন্ডিপেন্ডেন্ট টিভি

পাঠকের মতামত

কক্সবাজারে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

নারী সহায়ক কর্মপরিবেশ তৈরি করে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। এর পাশাপাশি বৈষম্যহীন ...

ইসলামী উইন্ডো থেকে গ্রাহকের ১৮ কোটি টাকা আত্মসাৎ সোনালী ব্যাংক কক্সবাজারের উপমহাব্যবস্থাপকসহ টাকা লুট করলেন কর্মকর্তারা

আলমগীর কবির ২০১৯ সালে সোনালী ব্যাংক থেকে একটি ঋণের জন্য আবেদন করেন। আবেদন যাচাই বাছাই ...

সাবেক ৩০ ডিসি-ইউএনওসহ টেকনাফের সাবেক ইউএনওকে তলব, নির্বাচন সংস্কার কমিশনের বৈঠক আজ

বিগত সরকারের অধীনে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের প্রশ্নবিদ্ধ তিনটি নির্বাচনে কারচুপির তথ্য ...

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বিকাল ৩টা থেকে শুরু হবে। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ...