প্রকাশিত: ০৩/০৭/২০২২ ৯:১৬ পিএম , আপডেট: ০৪/০৭/২০২২ ৭:৩৬ এএম

কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে (২৬) কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুরুশকুলের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফয়সাল উদ্দিন কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের কাউয়ারপাড়া এলাকার লাল মোহাম্মদের ছেলে বলে জানা গেছে।

খুরুশকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন জানান, ‘বিকেলে খুরুশকুল ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ছিল। সম্মেলনের অর্ধেক থেকেই বাইরের মাঠে উত্তেজনা চলছিলো। একটি হত্যা মামলাকে কেন্দ্র করে ফয়সালকে আক্রমণ করতে আসে স্থানীয় আজিজ সিকদারের নেতৃত্বে দলবল। সেখান থেকে ফয়সালকে উদ্ধার করে নিয়ে আসা হয়। পরে সম্মেলন শেষে সন্ধ্যায় সবাই ফিরছিলেন। এসময় ডেইলপাড়ায় এলাকার আজিজ সিকদার ও জহিরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ফয়সাল উদ্দিনকে পুণরায় এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহত আরো দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনির উল গিয়াস জানান, পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। রাত সাড়ে ৮ টার দিকে মিছিলটি কক্সবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান এ ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানান

পাঠকের মতামত

টেকনাফে বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য় ভূমিকা শীষক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফে “বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য়  ও সামাজিক নেতাদের ভূমিকায়” শীষর্ক সভা অনুষ্ঠিত ...

১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলবে সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেন

আগামী ১ ফেব্রুয়ারিতে থেকে কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে ২ জোড়া নতুন ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ...

হাসপাতালের সেবা বন্ধ রেখে সেন্টমার্টিনে বনভোজন, ভোগান্তিতে রোগীরা!

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সেবা বন্ধ রেখে চিকিৎসকরা গেলেন পিকনিকে। হাসপাতালের চিকিৎসক কমকর্তা-কর্মচারীসহ ...

মাইক নিয়ে যে নির্দেশনা দিল ড. মিজানুর রহমান আজহারী

তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে ...