সেলিম উদ্দিন,ঈদগাঁও:: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মেদাকচ্ছপিয়া ঢালায় দ্রুতগামী যাত্রীবাহি চেয়ারকোচ চাপায় আনুমানিক ২০/২২ বছরের অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে।
২০ অক্টোবর বিকাল সাড়ে ৪ টার সময় মহাসড়কের মেদাকচ্ছপিয়া মইক্কাঘোনা এলাকায় ঘটে এ দূর্ঘটনা।
দূর্ঘটনার পর নিহতের লাশ স্থানীয়রা উদ্ধার করলেও দ্রুতগামী বাসটি পালিয়ে যায়। খবর পেয়ে মালমুঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে স্থানীয়দের মুখজবানবন্দি নিয়ে ফাঁড়িতে নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কক্সবাজারমূখী দ্রুতগামী এস.আলম চেয়ারকোচ বর্নিত এলাকায় যুবকটিকে চাপা দিলে ঘটনাস্থলে সে প্রাণ হারায়।
স্থানীয়দের ভাষ্যমতে পুলিশ তাৎক্ষনিক পাশ্ববর্তী ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্্ের খবর দিয়ে ঘাতক বাসটি ঈদগাঁওতে জব্দ করা হয়েছে। বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। সরজমিন ঘটনাস্থলে গিয়ে যুবকটির গায়ে চেক সাদা সার্ট ও লুঙ্গী পরিহিত অবস্থায় দেখা গেছে।