আইনের বিধান না মেনে আসামিদেরকে জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে কক্সবাজার জেলা ও দায়রা জজকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৭ জুলাই তাকে সশরীরে হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এক আবেদনের শুনানি নিয়ে বুধবার (২১ জুন) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মনিরুজ্জামান, এস এম আমজাদুল হক এবং তাহসিন মুক্তার নিশান।
মামলার বিবরণী থেকে জানা যায়, দ্রুত বিচার আইনের ধারা ৪ এবং ৫ এর অধীনে দায়েরকৃত একটি মামলায় ৯ জন আসামি হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে আসলে হাইকোর্ট তাদেরকে ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। সে অনুসারে গত ২১ মে আসামিরা কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন। সুত্র :বাংলা ট্রিবিউন
তবে মামলার কোনও সার্টিফাইড কপি ছাড়াই একই দিনে কোনও রূপ আইনের বিধান না মেনে আসামিদেরকে জামিন দেন জেলা ও দায়রা জজ।
পরে উক্ত মামলার তথ্যদাতার পক্ষে আসামিদের জামিন চ্যালেঞ্জ করে করা ক্রিমিনাল রিভিশনের শুনানি শেষে জেলা ও দায়রা জজ কোন আইনে, কীভাবে জামিন দিয়েছেন সেই বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিলেন হাইকোর্ট।