কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো: মামুনুর রশীদ (১৫০৫৩) কে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-২ অধিশাখার যুগ্মসচিব শাহীন আরা বেগম (পিএএ) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের বিদায়ী জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ সহ সদ্য যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া ৯ জন বিভিন্ন জেলার ডিসি-কে বিভিন্ন বিভাগ, মন্ত্রনালয়, বিভাগ ও সংস্থায় পদায়ন করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারীকৃত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ সহ ১৬৫ জন কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামনুর রশীদ ২১ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের মেধাবী ও নিষ্ঠাবান একজন কর্মকর্তা হিসাবে সুপরিচিত। তিনি ২৩ তম জেলা প্রশাসক হিসাবে ২০২১ সালের ৬ জানুয়ারী কক্সবাজারে যোগদান করেন। এর আগে তিনি বাগেরহাটের জেলা প্রশাসক ছিলেন।
অপরদিকে, কক্সবাজারের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসাবে মুহাম্মদ শাহীন ইমরান (১৫৯৭৮) কে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার ২৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত ৫৩৬ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের নতুন ডিসি মুহাম্মদ শাহীন ইমরান সহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের একই পদমর্যাদার ২৩ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়।
কক্সবাজারের নতুন ডিসি পদে পদায়ন হওয়া মুহাম্মদ শাহীন ইমরান বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৫ পদে দায়িত্ব পালন করছেন। তিনি বিসিএস (প্রশাসন) ২৫ তম ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা। মুহাম্মদ শাহীন ইমরান হবেন কক্সবাজারের ২৪ তম জেলা প্রশাসক