মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ০৬/০১/২০২৩ ৮:৫৫ এএম

কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে তাপ্তি চাকমা (১৭১৫৯) কে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত ৪ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে তাপ্তি চাকমা সহ ১১ জন একই পদমর্যাদার বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছে।

কক্সবাজারের এডিসি পদে নিয়োগ পাওয়া তাপ্তি চাকমা বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা পদে কর্মরত আছেন। এর আগে তিনি কুমিল্লা জেলার হোমনা’র ইউএনও হিসাবে ২০১৯ সালের ২৪ জুলাই থেকে ২০২০ সালের ২০ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ ইতিমধ্যে সরকারের উপসচিব পদে পদোন্নতি লাভ করেছেন।

পাঠকের মতামত

পলাশ-সভাপতি, মধু-সম্পাদক বাবৌযুপ-উখিয়ার উদ্যোগে গুণিজন সম্মাননা ও সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়া’র উদ্যোগে ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী, গুণিজন সম্মাননা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ ...