একুশ পদক পেয়ে উচ্ছ্বসিত ফুটবলার উখিয়ার রিপা
নারী ফুটবল দলসহ ১৮ জনকে একুশে পদক তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ...
মহেশখালীর গর্বের সন্তান কক্সবাজার জেলার কৃতি মহিলা ফুটবল খেলোয়াড় রাজিয়া আকতার রাজু। সে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর মাস ব্যাপী ট্রেনিং এ ডাক পেয়েছেন।
জেএফএ অনুর্ধ্ব ১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২১ কক্সবাজার আঞ্চলিক পর্বের খেলা শেষে কক্সবাজার থেকে রাজিয়া আকতার রাজুকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ট্রেনিং এর জন্য ডেকেছেন। এব্যাপারে রাজিয়া আকতার রাজুকে ছাড়পত্র প্রদান সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও মহিলা ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহাফুজা আক্তার কিরন স্বাক্ষরিত একটি চিঠি পাঠিয়েছেন কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি বরাবরে।
পাঠকের মতামত