খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
অনেকদিন ধরেই শোনা যাচ্ছে চিকিৎসার জন্য লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ...
প্রেস বিজ্ঞপ্তি::
২০১৬ সালের এসএসসি পরীক্ষায় ২৩৩ পরীক্ষার্থীদের মধ্যে ১৩০ জন ছাত্র জিপিএ-৫ পেয়ে জেলার অন্যান্য বিদ্যালয়ের চেয়ে বিপুল ব্যবধানে শীর্ষ স্থান দখল করেছে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ১১ মে বুধবার ছাত্র, শিক্ষক ও অভিভাবকের মাঝে আনন্দঘন পরিবেশে বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ওই সময় ফলাফল শুনে বিদ্যালয়ের সকল ছাত্র, শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ আনন্দে উল্লাসিত হয়ে উঠে। শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর আনন্দের বন্যায় প্লাবিত হয় কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন। বিগত ২০১৫ সালের জেএসসি পরীক্ষায়ও এ বিদ্যালয় অভাবনীয় ফলাফল করে জেলার শীর্ষস্থান অধিকার করেছিল। এ অভাবনীয় সাফল্যের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন সকল ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ঠ সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
পাঠকের মতামত