প্রকাশিত: ১১/০৮/২০১৭ ৭:৪৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২২ পিএম

কক্সবাজারকে বলা হয় বাংলাদেশের পর্যটন নগরী। বহু দশক ধরেই এটা বাংলাদেশের মানুষদের প্রিয় অবকাশ যাপন কেন্দ্র। একটা সময়ে সেখানে হোটেলে থাকা ছিল যথেষ্ট কষ্টসাধ্য বিষয়। এখন বিষয়টা ঠিক আগের মত নেই। প্রচুর পরিমাণে হোটেল, মোটেল ও গেস্ট-হাউজ তৈরি হয়েছে সেখানে পর্যটন মৌসুম শীতকাল এর কথা ভেবে। বিভিন্ন সামর্থ্যের মানুষদের জন্য তাই এখন রয়েছে নানা রকম বাজেট রেঞ্জ এর হোটেল।

শীতকালে হাজার হাজার মানুষ প্রতিদিন কক্সবাজারে যান। এই বিশাল ভিড় সামাল দিতে সেখানে তৈরি হয়েছে শত শত বিভিন্ন হোটেল মোটেল ও গেস্ট-হাউজ। এই জায়গা গুলো শীতকালে ভরা থাকলেও বর্ষায় এদের ব্যবসা প্রায় বন্ধই হয়ে যায়। বর্ষাকে বলা যায় বাংলাদেশের জন্য পর্যটন এর অফ সিজন। বিশেষ করে কক্সবাজারে মানুষের যাওয়া কমেই যায় একেবারে।

এই অফ সিজনে হোটেলগুলো তাই দিয়ে থাকে বিভিন্ন রকম অফার, যাতে করে কম খরচের আকর্ষণে মানুষজন ছুটে আসে। এরকমই একটি অফার ঘোষণা করেছে কক্সবাজার হোটেল মোটেল ও গেস্ট-হাউজ মালিক সমিতি। তাদের অধীনে থাকা বিশটি হোটেল, মোটেল ও গেস্ট-হাউজে তারা অফার করছে ৩০০ থেকে ৫০০ টাকার মাঝে হোটেল রুম।

এই হোটেলগুলো হল:

* তাহের ভবন এন্ড গেস্ট হাউজ, কলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজার। ফোন: +88 01856699910, +88 01856699911

* ডায়মন্ড প্যালেস গেস্ট হাউস, কলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজার। ফোন: 01814-108241 ফেসবুক পেজ

* অ্যালবাট্রস রিসোর্ট, কলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজার। ফোন: 034164684, 034162889, +8801818540177, 01816033445, 01818596173 ফেসবুক ও ওয়েবসাইট

* সী-আরাফাত রিসোর্ট, ব্লক এ, রোড-৩, কলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজার। ফোন: 01843-724504 ফেসবুক পেজ

* সী-ল্যান্ড গেস্ট হাউজ, লাইটহাউজ রোড, কলাতলী, কক্সবাজার। ফোন:+880341 64922. 01711941823, 01711405907 ফেসবুক

* জিয়া গেস্ট ইন, কলাতলী রোড, কক্সবাজার। ফোন: +880 34163925, 01819-321538

* জিয়া গেস্ট হাউজ, কলাতলী রোড, কক্সবাজার। ফোন: 01823531539, ফেসবুক

* কক্স ইন, কলাতলী রোড, কক্সবাজার। ফোন: +8801833103215

* সোহাগ গেস্ট হাউজ, কলাতলী রোড, কক্সবাজার। ফোন: +88-0341-62561, +88-01818066980, +88-01715878877

* বীচ হলিডে গেস্ট হাউজ, কলাতলী রোড, কক্সবাজার। ফোন: +88-01553600053, +88-01816227395, +880 1745-155035

* ওয়েল পার্ক রিসোর্ট, লাইট হাউজ রোড, কলাতলী, কক্সবাজার। ফোন: +88 031657035, +031657261, +031657262 +88-031-657036, +8801841735555, +8801730735555 ওয়েবসাইট ফেসবুক

* সিলিকন শাকিরা বে রিসোর্ট, কলাতলী রোড, কক্সবাজার। ওয়েবসাইট

* উর্মি গেস্ট হাউজ, কলাতলী রোড, কক্সবাজার। ফোন: +880 1819-082772, ফেসবুক

* মাসকট হলিডে রিসোর্ট, কলাতলী রোড, কক্সবাজার। ফোন: 01824-640455 ফেসবুক

* হোটেল বে মেরিনা, কলাতলী রোড, কক্সবাজার। ফোন: +880 1713-488833

* গ্যালাক্সি রিসোর্ট লিমিটেড, কলাতলী রোড, কক্সবাজার। ফোন: +880 1819-137464, ফেসবুক

* সী-কিং গেস্ট হাউজ, কলাতলী রোড, কক্সবাজার। ফোন: Phone +880341-51219, +8801818858044.

এছাড়াও এই তালিকায় রয়েছে আর. এম গেস্ট হাউস, লেমিচ রিসোর্ট, কক্স ভিউ রিসোর্ট।

কক্সবাজার সৈকত

সৈকতেও রয়েছে নানা আকর্ষণ। ছবি: সংগৃহীত।

এই বর্ষাকালীন অফারের আওতায় ২০ হোটেলের ১০টি করে মোট ২’শটি কক্ষ থাকবে। ৩০০ থেকে ৫০০ টাকার এই অফারটি আগামী ৩০ আগস্ট পর্যন্ত চালু থাকবে।

বিশেষ: এখানে হোটেল এর নাম এর পাশে ঠিকানা, ফোন, ওয়েবসাইট ও ফেসবুক এর যে তথ্য গুলো দেয়া হয়েছে, সেগুলো ইন্টারনেট সার্চ করে পাওয়া তথ্য। কোন হোটেলে ওঠার আগে অবশ্যই সেটার নাম দিয়ে গুগল সার্চ করবেন। এতে করে সেটার রিভিউ ও রেপুটেশন সম্পর্কে জানা যাবে। এই তথ্য আপনাকে সঠিক ও নিরাপদ সিদ্ধান্ত নেবার বিষয়ে সহায়তা করবে।

আপনার কক্সবাজার বৃষ্টি বিলাস শুভ হোক!

পাঠকের মতামত