প্রকাশিত: ২২/১০/২০২১ ৫:৫৫ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইকবাল হোসেন কুমিল্লার পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে আসেন। এখন পর্যন্ত নিশ্চিত কক্সবাজারে আটক ব্যক্তিই ইকবাল।

শুক্রবার (২২ অক্টোবর) রাইজিংবিডিকে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতটুক জানা গেছে, ওই ইকবাল হোসেনই আটককৃত ইকবাল হোসেন। তিনি কুমিল্লার ঘটনার সঙ্গে জড়িত। ইকবাল হোসেন বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। এ কারণে তার অবস্থান জানা কষ্ট হয়ে যাচ্ছিল।

এদিকে, কক্সবাজারে আটক ইকবাল হোসেনকে কুমিল্লায় নিয়ে আসা হয়েছে। ইকবালকে বহনকারী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মাইক্রোবাসটি শুক্রবার (২২ অক্টােবর) দুপুর ১২টা ৫মিনিটে কুমিল্লা পুলিশ লাইনে প্রবেশ করে। ইকবালকে এখন সেখানেই রাখা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ইকবালকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ইকবাল হোসেনকে চিহ্নিত করা হয়েছে। ইকবাল মাদকাসক্ত ব্যক্তি। তার পরিবার দাবি করেছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে ইকবাল কিছুটা মানসিক ভারসাম্যহীন।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লার নানুয়াদিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়া যায়। এরপরই দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

পাঠকের মতামত

অভিযান চালিয়ে গ্রেফতার কক্সবাজারে মার্কিন নারীকে একা পেয়ে জড়িয়ে ধরল যুবক

জাতীসংঘের কক্সবাজার কার্যালয়ে কর্মরত এক মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানির অভিযোগে তারেকুল ইসলাম ওরফে চু-ইল্যা তারেক ...

নারী সমন্বয়ক গ্রেপ্তার

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাসা ভাঙচুর, লুটপাট, ...