উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/১১/২০২৪ ১:৪৯ পিএম

কক্সবাজার সাগরপাড়ের একটি তারকা হোটেল কক্ষে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর এপিএস ফিরোজ ভুঁইয়ার। তাকে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে পুলিশ গ্রেপ্তার করেছে।

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, গ্রেপ্তার হওয়া ফিরোজ ভুঁইয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের কয়কটি থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) হিমেল হাসান কালের কণ্ঠকে জানান, পলাতক আসামি ফিরোজ ভুঁইয়া (৫৫) গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন কক্সবাজার সাগরপাড়ের একটি বিলাসবহুল হোটেলে। গোপন সূত্রে খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ আজ সকাল ১১টার দিকে হোটেল কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে সদর মডেল থানা পুলিশ নারায়ণগঞ্জ পাঠানোর প্রক্রিয়া করছে।

পাঠকের মতামত

সড়ক থেকে রোহিঙ্গা প্রতিরোধে তৎপর নেই হাইওয়ে পুলিশ রোহিঙ্গা চালকের নিয়ন্ত্রণে উখিয়ার বিভিন্ন সড়ক!

ফিটনেস বিহীন গাড়ি ও অদক্ষ রোহিঙ্গা চালকের দৌরাত্ম্য বেড়েছে উখিয়ায়। তার মধ্যে বেশিরভাগই ১৮ বছরের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেপাটাইটিস-সি প্রতিরোধে ১০ লাখ ইউরো দেবে ইইউ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে হেপাটাইটিস-সি এর আশঙ্কাজনক বিস্তাররোধে ১০ লাখ ইউরো মানবিক সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ...