ফাঁকা গুলি ছুঁড়ে রাজমিস্ত্রীকে অপহরণ
কক্সবাজারের টেকনাফে অস্ত্রধারী সন্ত্রাসীরা অস্ত্র ঠেকিয়ে ছৈয়দ হোছাইন নামে এক রাজমিস্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে। ...
কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁও থেকে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) রাতে ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইসলামাবাদ আওয়ামী লীগ নেতা দিদার মেম্বার, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল হুদা ও শাহীন। এর আগে মঙ্গলবার রাতে ঈদগাঁও থানা পুলিশ আরো চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মচিউর রহমান বলেন, ‘থানা পুলিশ পৃথক দলে বিভক্ত হয়ে ঈদগাঁও স্টেশনন্থ বকসু পাড়া থেকে যুবলীগ নেতা নুরুল হুদা, নিজ এলাকা থেকে যুবলীগ নেতা শাহীন ও আওয়ামী লীগ নেতা দিদার মেম্বারকে আটক করেছে।’
পাঠকের মতামত