প্রকাশিত: ১৮/০৮/২০১৬ ৪:৩৫ পিএম

ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজার জেলায় গত বছরের তুলনায় এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে। এবার জেলায় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ।  যা গতবারের তুলনায় ১ দশমিক ০৬ শতাংশ কম। ২০১৫ সালে কক্সবাজারে পাসের হার ছিল ৬৪ দশমিক ৮০ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন শিক্ষার্থী। সার্বিক ফলাফলে মেয়েদের তুলনায় এগিয়ে রয়েছে ছেলেরা।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পাঠানো ফলাফল বিবরণীতে এসব তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্যমতে, এইচএসসি পরীক্ষায় কক্সবাজার জেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা ৮ হাজার ৯৪১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮ হাজার ৮৭২ জন। আর পাস করেছে ৫ হাজার ৬৫৫ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ৮৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যেখানে পাস করেছে ৬৭৬ জন। এ বিভাগে পাসের হার ৭৬ দশমিক ৩০ শতাংশ। এখানে পাসের হারে এগিয়ে রয়েছে ছেলেরা। বিজ্ঞানে ছেলেদের ৪৮৪ জনের মধ্যে পাস করেছে ৩৭৫ জন, পাসের হার ৭৭ দশমিক ৪৮ শতাংশ। আর মেয়েদের ৪০২ জনের মধ্যে পাস করেছে ৩০১ জন, পাসের হার ৭৪ দশমিক ৮৮ শতাংশ।

মানবিক বিভাগের ৪ হাজার ৫৫৭ জনের মধ্যে পাস করেছে ২ হাজার ৪৪৭ জন। এ বিভাগের পাসের হার ৫৩ দশমিক ৭০ শতাংশ। এখানেও এগিয়ে রয়েছে ছেলেরা। ছেলেদের ১ হাজার ৫৫৫ জনের মধ্যে পাস করেছে ৮৮৬ জন, পাসের হার ৫৬ দশমিক ৯৮ শতাংশ। মেয়েদের ৩ হাজার ২ জনের মধ্যে পাস করেছে ১ হাজার ৫৬১ জন, পাসের হার ৫২ শতাংশ।

বাণিজ্য বিভাগের ৩ হাজার ৪২৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৫৩২ জন। এ বিভাগের পাসের হার ৭৩ দশমিক ৮৪ শতাংশ। এ বিভাগে এগিয়ে রয়েছে মেয়েরা। মেয়েদের ১ হাজার ৫৮১ জনের মধ্যে পাস করেছে ১ হাজার ২২৪ জন, পাসের হার ৭৭ দশমিক ৪২ শতাংশ। আর ছেলেদের ১ হাজার ৮৪৮ জনের মধ্যে পাস করেছে ১ হাজার ৩০৮ জন, পাসের হার ৭০ দশমিক ৭৮ শতাংশ।

সার্বিকভাবে কক্সবাজারে পাসের দিক থেকে এগিয়ে রয়েছে ছেলেরা। ছেলেদের পাসের হার ৬৬ দশমিক ০৯ শতাংশ, আর মেয়েদের পাসের হার ৬১ দশমিক ৯১ শতাংশ।

জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে ছেলেরা। যেখানে ৬৬ জনের মধ্যে রয়েছে ৩৮ জন ছেলে। বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে ৫১ জন শিক্ষার্থী।  এর মধ্যে ২৯ জন ছেলে ও ২২ জন মেয়ে। মানবিক বিভাগে একজন মাত্র মেয়ে জিপিএ ৫ পেয়েছে। আর বাণিজ্য বিভাগে জিপিএ ৫ পেয়েছে ১৪ জন। যেখানে রয়েছে ৯ জন ছেলে এবং ৫ জন মেয়ে।

পাঠকের মতামত