২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ছিল আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও হুসনে সাউত প্রতিযোগিতা। এদিন পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতে পঙ্গপালের মতো ছুটে আসে মু’মিনরা। বিকাল নাগাদ কানায় কানায় ভরপূর হয়ে যায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। দেশী-বিদেশী কোরআনের ক্বারীদের সূরের মূর্চনায় উজ্জীবিত হয়ে উঠে মু’মিন হৃদয়। ক্বারীদের হৃদয় ছোঁয়া সুরে মনে হচ্ছিল- মহাগ্রন্থ আল কোরআন যেন আবার নাজিল হচ্ছিল লওহে মাহফুজ থেকে।
একে একে কোরআন তেলাওয়াত করেন দেশী- বিদেশী খ্যাতনামা অর্ধশতাধিক ক্বারী। আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা কক্সবাজার জেলার আয়োজনে বিশ্বের সেরা ক্বারীদের এই সম্মেলনে সুমধূর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন- আন্তর্জাতিক ক্বারী মুহাম্মদ আহমদ আল বসইয়ুনি (মিসর), শাইখ মুহাম্মদ আল হুসাইনী ঈত্বা (মিসর), শাইখ মুহাম্মদ মুহাম্মদ আল মুরিজ্বী (মিসর), ড. আবদুল ফাত্তাহ আল ফুরাইসী (মরক্কো), ক্বারী কারীম মানসুরী (ইরান), ক্বারী আওয়াং হাজ্জ মেতুস্সীন (ব্রুনাই), মাওলানা ক্বারী তৈয়ব জামাল (ভারত), ক্বারী ওয়ান আইনুদ্দিন (মালয়েশিয়া), ক্বারী আহমদ বিন ইউসুফ আল আজহারী (বাংলাদেশ)।
দেশীয় ক্বারীদের মধ্যে ছিলেন- কক্সবাজার বায়তুর রহমান জামে মসজিদের খতীব ক্বারী আতাউল্লাহ বোখারী, চট্টগ্রাম সেগুন বাগিচা মাদরাসার ক্বারী ইসমাঈল, চট্টগ্রাম দারুল ইতফা মাদরাসার বিভাগীয় প্রধান (ক্বিরাত বিভাগ) ক্বারী মফিজুর রহমান, হাটহাজারী সওতুল কুরআন মাদরাসার শিক্ষক ক্বারী যোনায়েদ, বখতিয়ারপাড়া মাদরাসার বিভাগীয় প্রধান (ক্বিরাত বিভাগ) ক্বরী শফিউল্লাহ, ঢাকা মীরপুর হাফিজুল্লাহ ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসা পরিচালক সৌদি আরব ও ইরান থেকে পুরস্কৃত) ক্বারী নূর মোহাম্মদ, কক্সবাজার তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার শিক্ষক ক্বারী আবদুর রশিদ, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার শিক্ষক ক্বারী মো. রবিউল্লাহ।
সম্মেলনে পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত মুহাদ্দিস মাওলানা আবদুল গফুর, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ ও তানযিমূল ক্বুররা বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা ক্বারী আবদুল গণি।
এদিন সকালে হুসনে সাউত (সুন্ঠর কণ্ঠের তেলাওয়াত) প্রতিযোগিতা শহরের খুরুশকুল সড়ক সংলগ্ন তানযিমূল উম্মাহ হিফয মাদরাসায় কক্সবাজার ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শতাধিক প্রতিযোগি অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় তিন বিভাগে মোট ১৫ জনকে বিজয়ী ঘোষণা দেওয়া হয়।
প্রথম বিভাগ:
প্রথম- কক্সবাজার তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার রিফাত বিন আবদুর রশিদ, দ্বিতীয়- দারুল কোরআন কমপ্লেক্স এর তাওহীদুল ইসলাম, তৃতীয়- দারুল কোরআন কমপ্লেক্স এর নুরুল আজহার, চতুর্থ- কক্সবাজার তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার আরফাত বিন আবদুর রশিদ এবং পঞ্চম- আবু হুজাইফা মো. লবিব।
দ্বিতীয় বিভাগ:
১ম স্থান- কক্সবাজার তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার সিফাত বিন আবদুর রশিদ, ২য় স্থান- সৈয়দিয়া বালিকা এতিমখানা ও কারিগরী ইনস্টিটিউট এর খাদীজা আক্তার, ৩য় স্থান- দারুল কুরআন কমপ্লেক্স এর মো. রাফি, ৪র্থ স্থান- দারুল কুরআন কমপ্লেক্স এর মামুনুর রশিদ এবং ৫ম স্থান- এমদাদিয়া আজিজুল উলুম মাদরাসার মুহাম্মদ নু’মান।
তৃতীয় বিভাগ:
১ম- রামু জমিয়াতুল উলুম এর উমর ফারুক, ২য়- রামু জমিয়াতুল উলুম এর দেহায়াতুল কালবী, ৩য়- এমদাদিয়া আজিজুল উলুম মাদরাসার আবুল কালাম, ৪র্থ- দারুল কোরআন কমপ্লেক্স এর মুহাম্মদ ইব্রাহীম এবং ৫ম- এমদাদিয়া আজিজুল উলুম মাদরাসার মুহাম্মদ মসরুর। বিজয়ী সবাইকে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
বাদে এশা সম্মেলন স্থলে তীল ধারণের ঠাঁই ছিলনা। ঈদগাহ ময়দান ছাড়িয়ে সড়কে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেন দ্বীনপ্রেমিকরা। এ সময় আগত জনতার উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল।
ব্যতিক্রমধর্মী এই আয়োজনটির সার্বিক তত্ত্বাবধান করেন তানযিমূল উম্মাহ হিফয মাদরাসা, কক্সবাজার শাখা। অনুষ্ঠানে মহিলাদের জন্য শহীদ রুহুল আমিন স্টেডিয়ামের ভেতরে প্রজেক্টরের মাধ্যমে তিলাওয়াত শ্রবণের ব্যবস্থা করা হয়। পুরুষদের পাশাপাশি ঈমানদার নারীরাও কোরআনের তেলাওয়াত শুনতে ভীড় করে।
আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও হুসনে সাওত প্রতিযোগিতার মূখ্য তত্ত্বাবধায়ক ছিলেন- তানযিমূল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার অধ্যক্ষ ও আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা জেলা শাখার আহবায়ক হাফেয মাওলানা রিয়াদ হায়দার। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। পুরো অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রসিদ্ধ ভাষ্যকার ও শিল্পী মো. ইলিয়াস।
অনুষ্ঠানে ৯ জনকে ‘গুনীজন সম্মাননা’ প্রদান করে কক্সবাজার অনুবাদ কেন্দ্র, কক্সবাজার হজ্ব কাফেলা, কক্সবাজার ট্যুরস এন্ড ট্রাভেলস। প্রতিষ্ঠাসমূহের কর্ণধার, সমাজবেসায় পুরস্কৃত তোফায়েল উদ্দিন চৌধুরীসহ আগত অতিথিরা সম্মাননা তুলে দেন। মাহফিলে সমবেত কনতাকে সাথে নিয়ে দেশ জাতির কল্যাণ চেয়ে মোনাজাত করেন তানযিমূল ক্বুররা বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা ক্বারী আবদুল গণি।