কক্সবাজারে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে অস্ত্রের মুখে দুই মাছ ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী একটি সূত্রের দাবি, অপহরণকারীরা স্থানীয় বাসিন্দা। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:: উখিয়ার ইনানী থেকে সেন্ট মার্টিন যাবে দুটি পর্যটকবাহী জাহাজ
সোমবার বেলা ১১টার দিকে জেলার টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক অপহৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের দাবি, তার মাছ ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে টেকনাফ থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, সকালে টেকনাফ উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে সোনার পাড়া-টেকনাফ এলজিডি সড়ক হয়ে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর যাচ্ছিলেন ওই দুই মাছ ব্যবসায়ী। এসময় ওই অটোরিকশায় তাদের সঙ্গে আরও এক যাত্রী ছিলেন। গাড়িটি টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ায় পৌঁছলে ৫/৬ জন দুর্বৃত্ত থামায়।
তিনি জানান, পরে অস্ত্রের মুখে গাড়িতে থাকা দুই জনকে জিন্মি করে টেনে হেঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয়। এসময় গাড়িতে থাকা অপর যাত্রীকে দুর্বৃত্তরা কিছু দূর নেওয়ার পর ছেড়ে দেয় অপহরণকারীরা। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।
এ সময় ঘটনাস্থলের কিছুটা দূরে অবস্থান করছিলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ার স্থানীয় এক বাসিন্দা। তিনি ঘটনাটির প্রত্যক্ষদর্শী।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, দুর্বৃত্তরা অস্ত্রের মুখে দুই জনকে তুলে নিয়ে গেছে। এ সময় তিনি কৌশলে নিজের ব্যবহৃত মুঠোফোনে ঘটনার একটি ভিডিও চিত্র ধারণ করেছেন। পরে বিষয়টি পুলিশে জানান।
সমুদ্রে গোসলে নামা সেই দুই শিশুর মরদেহ উদ্ধারসমুদ্রে গোসলে নামা সেই দুই শিশুর মরদেহ উদ্ধার
আত্মসমর্পণ করা সাবেক চরমপন্থিকে কুপিয়ে হত্যাআত্মসমর্পণ করা সাবেক চরমপন্থিকে কুপিয়ে হত্যা
তার দাবি, অপহরণকারীরা স্থানীয় বাসিন্দা। তাদের পাঁচ জনের পরিচয় পুলিশে জানানো হয়েছে।
পাঠকের মতামত