উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০৮/২০২২ ৯:৫৯ পিএম , আপডেট: ৩০/০৮/২০২২ ১০:০৬ পিএম

জাতীয় শোক দিবস ও ২১’শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে বিশাল শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকাল ৩ টায় কক্সবাজারের বীরমুক্তিযোদ্ধা গোল চত্বর মাঠ থেকে র‌্যালী শুরু হয়ে কলাতলি মোড়ে গিয়ে শেষ হয়।
র‌্যালীর পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেছেন, ৭৫’এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যে দিয়ে এদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেন জিয়াউর রহমান। পরবর্তীতে সে হত্যার রাজনীতির নেতৃত্ব দেন জিয়া পত্নী খালেদা এবং পুত্র তারেক রহমান। তারা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু তনয়া আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে হত্যা চেষ্টা করেছিল। কিন্তু তারা বরাবরই ব্যর্থ হয়েছে। এদেশের মানুষের ভালোবাসায় শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ।

জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত বিশাল শোক র‍্যালিতে উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক প্রার্থী ছাত্রনেতা ইব্রাহিম এর নেতৃত্বে উখিয়া উপজেলা ছাত্রলীগের হাজারো নেতা কর্মীরা উপস্থিত হন।

কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক মারুফ আদনান।
এ সময় বক্তারা আরো বলেন, হত্যার রাজনীতির আতুর ঘর বিএনপি এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত করছে তাই নয়, করছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রও। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পালাতক আসামী তারেক রহমান বিদেশে বসে দেশের উন্নয়ন অগ্রযাত্রা রুখে দিতে চাই। বিএনপির দেশ বিরোধী এসকল ষড়যন্ত্র মোকাবেলা করতে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এতে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সাংসদ সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জেলা সহসভাপতি রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কর, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ মঞ্জুর, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন, মুন্না চৌধুরী, নারিমা জাহান, বোরহান উদ্দিন খোকন, যুগ্ন-সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসাইন।
সংক্ষিপ্ত সমাবেশে শেষে বিকেল পাঁচটায় জেলা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে শোক র‌্যালীটি শুরু হয়ে কলাতলী হাঙ্গর মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান জেলা ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক।
এর আগে দুপুর দুইটা থেকে জেলা ছাত্রলীগের আওতাধীন জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার পেস্টুন নিয়ে মিছিল সহকারে মুক্তিযোদ্ধা চত্বরে মিলিত হন নেতাকর্মিরা।

পাঠকের মতামত

কক্সবাজার পাসপোর্ট অফিস থেকে দুই রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

পাসপোর্ট তৈরি করতে আসা কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে মায়ানমারের নাগরিক দুই রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা ...

উখিয়ায় হুমকির মুখে বনভূমি

কক্সবাজারের উখিয়ায় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন বাস্তবায়নে সংশ্লিষ্ট বনের কর্তা ব্যক্তিরা গড়িমসি করার কারণে এ ...

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত ...

ইসলামী চেতনা নিয়েই এই বাংলাদেশে আমাদের বাঁচতে হবে : সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইফ ও সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আল্লাহর অস্ত্বিত্বকে ...

রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্তদের জীবিকায় নতুন মার্কিন উদ্যোগ

কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গা শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জীবিকা ও জীবনমান উন্নত করার লক্ষ্যে ...