প্রকাশিত: ১৮/০৮/২০১৬ ৮:০৪ এএম

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া গ্রামার স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে উত্যক্ত করার দায়ে এক বখাটে যুবককে এক বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুনানী শেষে এক বছর কারাদন্ডের আদেশ দেওয়ার পর ওই বখাটে যুবককে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

কারাদন্ড দেওয়া বখাটে যুবক মো. কফিল উদ্দিন (২২) চকরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাটাখালী গ্রামের শামশুল আলমের ছেলে।

পুলিশ জানায়, চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডস্থ চকরিয়া গ্রামার স্কুলের দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রতিনিয়ত উত্যক্ত করে আসছিল এ বখাটে যুবক। এই অভিযোগ এনে ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করলে অভিযান চালিয়ে গ্রামার স্কুল এলাকা থেকে উত্যক্তকারী ওই বখাটে যুবককে আটক করে পুলিশ।

চকরিয়া থানার এসআই মো. মহিউদ্দিন খান উজ্জ্বল জানান, উত্যক্তের শিকার ছাত্রী ও অভিযোগকারীর উপস্থিতিতে অভিযোগের শুনানী হয়। এ সময় দোষ স্বীকার করায় আদালতের ম্যাজিস্ট্রেট উত্যক্তকারী বখাটে যুবককে এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

পাঠকের মতামত

টেকনাফের বদি মাদকের জন্য বিখ্যাত -স্বরাষ্ট্র উপদেষ্টা

কক্সবাজারের টেকনাফ সীমান্ত পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সীমান্ত ...

পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড পেলেন পুলিশ সুপার মো. নাইমুল হক

দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ও সনদ প্রদান ...

পলাশ-সভাপতি, মধু-সম্পাদক বাবৌযুপ-উখিয়ার উদ্যোগে গুণিজন সম্মাননা ও সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়া’র উদ্যোগে ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী, গুণিজন সম্মাননা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ ...