প্রকাশিত: ০৫/০৯/২০১৬ ১০:০৭ পিএম , আপডেট: ০৫/০৯/২০১৬ ১০:২৩ পিএম

Cox Workshop-05-09-16 [Max Width 640 Max Height 480]তোফায়েল আহমদ, কক্সবাজার::
বিশ্বব্যাপি ক্রমবর্ধমান উঞ্চতা বৃদ্ধি ঠেকাতে বৃক্ষের কোন বিকল্প নেই। একমাত্র বৃক্ষই পারে বিশ্বকে পরিবেশ সন্মত রাখতে। একারনেই বনজ সম্পদ বৃদ্ধির ব্যাপারে অধিকতর গনসচেতনতা সৃষ্টির তাগিদ উঠেছে আজ রবিবার কক্সবাজারে অনুষ্টিত এক কর্মশালায়। ‘জলবায়ু সহিঞ্চু অংশগ্রহণমূলক বনায়ন প্রকল্পের অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক দিনব্যাপি এ কর্মশালায় দরিদ্র জনগোষ্ঠিকে বনায়নে সম্পৃত্ত করে বনাঞ্চল রক্ষার উপর গুরুত্বারোপ করা হয়েছে।

কক্সবাজারের একটি তারকামানের হোটেলে বন বিভাগ, আরণ্যক ফাউন্ডেশন ও ইপসা আয়োজিত এই কর্মশালার উদ্ভোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। কক্সবাজার দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আলী কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্টানে প্রধান আলোচক ছিলেন আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ। এ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কেরামত আলী মল্লিক, আরণ্যক সমন্বয়কারি আবু হেনা মোস্তফা কামাল, ইপসার মাহবুবুর রহমান প্রমুখ।

কর্মশালায় তথ্য প্রকাশ করে বলা হয়, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ বাংলাদেশে মোট বনভুমির পরিমাণ মোট ভুমির ১৭.৮ শতাংশ। অথচ এদেশের প্রকৃত বৃক্ষাচ্ছাদিত এলাকার পরিমাণ মাত্র ১১ শতাংশ। এ কারনে বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনায় সাড়ে ৩ বছর মেয়াদি জলবায়ু সঞ্চিু অংশগ্রহণমূলক বনায়ন প্রকল্প কর্মসুচি হাতে নেয়া হয়। প্রকল্পের আওতায় বন বিভাগ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের ৯টি জেলা যথাক্রমে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও কক্সবাজারের দরিদ্র জনগোষ্ঠিকে সম্পৃত্ত করার পদক্ষেপ নেয়া হয়। ইতিমধ্যে প্রকল্পে দরিদ্র জনগোষ্ঠিকে সম্পৃত্ত করে ১৭ হাজার ৫০০ হেক্টর বনায়নের পরিকল্পনা নিয়ে ৭ হাজার হেক্টর বনায়নের কাজ সম্পন্ন করা হয়েছে। সেই সাথে আরণ্যক ফাউন্ডেশন বিকল্প জীবিকানায়ন কর্মকান্ডের মাধ্যমে ব্যাপক দরিদ্র জনগোষ্ঠিকে একাজে সম্পৃত্তের মাধ্যমে কর্মসুচিও বাস্তবায়ন করে চলেছে।

কর্মশালায় কক্সবাজারের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বনকর্মী, গনমাধ্যমকর্মী, এনজিও কর্মীরা অংশ গ্রহন করেন। কর্মশালায় অংশগ্রহনকারীরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে প্রকল্পের মেয়াদ আগামী ডিসেম্বরের পরেও বৃদ্ধির দাবী জানান।

পাঠকের মতামত

প্রবারণা পূর্ণিমা উদযাপনকালীন নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী

ঢাকা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, রামুসহ সারা দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য ...

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, বাংলাদেশিসহ গুলিবিদ্ধ ৫

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে এক বাংলাদেশিসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।ক্যাম্প অভ্যন্তরের থাকা ...

রামু সরকারি কলেজে প্রতিবেদন দেওয়ার কথা ৩ দিনে, ২ সপ্তাহেও চিঠি পাননি তদন্ত কর্মকর্তা

কক্সবাজারের রামু সরকারি কলেজের অচলাবস্থা নিরসনে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে আর্থিক ক্ষমতা দেওয়ার জন্য গত ১ অক্টোবর ...

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিয়ে করতে মালয়েশিয়া যাচ্ছিল দুই তরুণী

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ উপকূলে অভিযান চালিয়ে পুলিশ ১২ রোহিঙ্গা নারী-পুরুষসহ ২০ জনকে ...

উখিয়ায় উন্মুক্ত কারাগারের জায়গা পরিদর্শনে নবনিযুক্ত ‘আইজি প্রিজন্স’

কক্সবাজারের উখিয়ায় দেশের প্রথম উন্মুক্ত কারাগারের জায়গা ও জেলা কারাগার পরিদর্শন করেন নবনিযুক্ত আইজি প্রিজন্স ...