স্টাফ রিপোর্টার:: কক্সবাজারে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে ট্রলার মালিক, জেলে পল্লী, ভোক্তাসাধারণের মূখে হাসি ফুটেছে। প্রায় মাসখানেক সাগরে মৎস্য শিকার বন্ধ থাকার পর বর্তমানে জেলার হাটে-বাজারে ইলিশে ভরে গেছে। একেবারে টাটকা মাছ। দামেও সস্তা। খেতেও দারুন স্বাদ। কিছুদিন বাজারে ইলিশ সহ সামুদ্রিক মাছের আকাল চললেও এখন পথে ঘাটে ইলিশ এবং সাগরের বিভিন্ন প্রজাতির মাছ পেয়ে দারুন খুশি স্থানীয় বাসিন্দারা। স্বাদের ইলিশ ও সামুদ্রিক অন্যান্য মাছ দেদারছে পাওয়া যাবার পেছনে যথেষ্ট অবদান রয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল। তারা বলেন, সরকার প্রতি বছর একটি নির্ধারিত সময়ের ভেতর সাগরে ফিশিং ট্রলার যেতে বিধিনিষেধ আরোপ করায় বঙ্গোপসাগরে ইলিশসহ অন্যান্য মাছের উৎপন্ন বেড়েছে।
গত কয়েক দিন ধরে বঙ্গোপসাগর থেকে যেসব ট্রলার ঘাটে ভিড়ছে, দেখা গেছে প্রায় বোটে ইলিশই বেশী ধরা পড়েছে। কারও ট্রলারে ২০ হাজার, কারও ২৫হাজার এমনকি ৩০-৩৫ হাজার পিসও ইলিশ পাওয়া গেছে। ব্যবসায়ীরা বলেছেন, যেহারে ইলিশ ধরা পড়ছে, দেশের চাহিদা মিটিয়ে বর্তমানে বিদেশেও ইলিশ রফতানি করা যাবে। আগের চেয়ে কম মূল্যে ইলিশ ক্রয় করে খুশি মনে ঘরে ফিরছে ক্রেতারা। স্থানীয় বাজারসহ দেশের হাট বাজারে ইলিশের মূল্য হাতের নাগালে এসেছে। মাত্র ৫’শ থেকে সাড়ে ৫’শ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে টাটকা ইলিশ। তবে সাগরে প্রচুর ইলিশ ধরা পড়লেও নাফনদীসহ উপকূলীয় নদীগুলোতে ইলিশের দেখা নেই।
সুত্র জনকন্ঠ