থার্টিফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষের প্রথম প্রহরকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কক্সবাজার জেলা পুলিশ। পাশাপাশি কক্সবাজারে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন।
তিনি জানান, এবার থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজার সমুদ্রসৈকতে উন্মুক্ত স্থানে কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে না। পাশাপাশি ইংরেজি বর্ষের শেষ দিন ৩১ ডিসেম্বর ঘিরে কক্সবাজারে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হবে জানিয়ে তিনি বলেন, ‘কক্সবাজার শহরকে ২৯ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী বিশেষ নজরদারির আওতায় নিয়ে আসা হয়েছে। ১০ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে। সাদা পোশাকেও পুলিশ সদস্যরা সক্রিয় আছেন। শহরের যানজট নিয়ন্ত্রণে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সন্দেহজনক লোকজনকে তল্লাশি করা হচ্ছে।’
উন্মুক্ত কোনো আয়োজন থাকছে না জানিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, কয়েকটি তারকামানের হোটেলে অভ্যন্তরীণ আয়োজন হচ্ছে। এতেও কঠোর নিরাপত্তা জোরদার থাকবে। কক্সবাজারের লাইসেন্সপ্রাপ্ত সকল পানশালা (এলকোহল বার) বন্ধ থাকবে।
পাঠকের মতামত