প্রকাশিত: ২০/০৬/২০১৬ ৮:২৬ এএম

এম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার:

কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড ও সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড কেন্দ্রের ভোট পুনঃগণনার আদেশ দিয়েছেন হাইকোর্ট। মহামান্য হাইকোর্টের বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী ও খসরুজ্জামানের সমন্বয়ে হাইকোর্টের ১৪নং দ্বৈতবেঞ্চ ১৬ জুন বৃহস্পতিবার টেকনাফ পোৗরসভার ১নং ওয়ার্ডের ভোট পুনঃগণনার আদেশ দেন।

এর আগে ১৩ জুন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী এবং বিচারপতি মোঃ কাসরুজ্জামান এর দ্বৈত বেঞ্চ সদরের ঈদগাঁও ইউনিয়নের ্৭নং ওয়ার্ড কেন্দ্রের ভোট পূনঃগণনার আদেশ দেন।

কক্সবাজার সদরের ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ঈদগাঁও ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়। কিন্ত এই ইউনিয়নের ৭নং ওয়ার্ড ভাদিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে নির্বাচনে ব্যাপক কারচুপি ও ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগে ৭নং ওয়ার্ডে ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে মেম্বার প্রার্থী (সাধারণ) ফরিদুল আলম বাদী হয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন ( যার রিটপিটিশন নং ৭৬৪৮/১৬ইং) দায়ের করেন ।

তার অভিযোগ, এই ভোটকেন্দ্রে দায়িত্বরত নির্বাচন কর্মকর্তারা মোটা অংকের টাকার বিনিময়ে ভ্যানগাড়ীর পক্ষে বশীভূত হয়ে ফলাফল পাল্টে দেয়। উক্ত ভোট পুনঃগণনার জন্য ইতোপূর্বে রিটার্নিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে কোন প্রতিকার না পেয়ে মহামান্য হাইকোর্টে রিট মামলা দায়ের করেন। ১৩ জুন জুন মহামান্য হাইকোর্টের বিচারপতি জুবাইর রহমান চৌধুরী এবং বিচারপতি মোঃ কাসরুজ্জামান এর দ্বৈত বেঞ্চ শোনানী শেষে আগামী ১৫ দিনের মধ্যে এই কেন্দ্রের ভোট পুনঃগণনার নির্দেশ দেন।

এদিকে, গত ২৫ মে টেকনাফ পৌরসভার নিবার্চন অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার ১ নং ওয়ার্ড ভোট কেন্দ্র উপজেলা কমপ্লেক্স আর্দশ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার প্রকাশিত ফলাফলে আবেদনকারী মোঃ ইউনুছের (পানির বোতল) ছোট ভাই শাহ আলম মিয়াকে (ডালিম) মাত্র ১৫ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষনা করে রির্টানিং অফিসার।

এছাড়া এখানে অবৈধ ভোটের সংখ্যা ২৫ দেখালেও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ফরমে দেখানো হয় অবৈধ ভোটের সংখ্যা ২৯ । এব্যাপারে মোঃ ইউনুছ বাদী হয়ে ২৬ মে জেলা নিবার্চন অফিসার ও সংশ্লিষ্ট রির্টার্নি কর্মকর্তার কাছে ভোট পূনঃগণনার আবেদন করে ব্যর্থ হন। মহামান্য হাইকোর্টে রিট পিটিশন (নং-৭৯০০/২০১৬ইং) দায়ের করেন। ১৫ জুন বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী ও খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ১৪নং দ্বৈতবেঞ্চ এক আদেশে পূণঃভোট গননা করে ১৫ দিনের মধ্যে বিষযটি নিষ্পত্তির পর আদালতকে জানানোর জন্য বলা হয়েছে। এতে বিবাদী করা হয়েছে প্রধান নিবার্চন কমিশনার, সংশ্লিষ্ট প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তাসহ ৬ জনকে।

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা কেন্দ্রের ভোট পুনঃগণনার ব্যাপারে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত উচ্চমান সহকারী মহামান্য হাইাের্টের অনুলিপি পাওয়ার সত্যতা স্বীকার করেন।

টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের ভোট পুণঃগণনার ব্যাপারে এখনো আদালতের এ ধরনের কোন আদেশের পত্র পাননি বলে জানিয়েছেন জেলা নিবার্চন অফিসার মোজাম্মেল হোসেন।

পাঠকের মতামত

ট্রাকচাপা দিয়ে হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টা, ড্রাইভার ও হেলপার আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টা করার ...

চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আ. লীগ-যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ...