প্রকাশিত: ২৫/০৯/২০১৬ ৭:৩৭ এএম , আপডেট: ২৫/০৯/২০১৬ ৭:৫২ এএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজের তিনদিন পর শাকিলা আক্তার (১৮) নামের এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার দিবাগত রাত ২টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ছনখোলা পাড়ার পাহাড়ি এলাকার থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান পেকুয়া থানার এসআই কামরুল হাসান।

নিহত শাকিলা আক্তার একই এলাকার বেলাল উদ্দীনের মেয়ে।

পরিবারের বরাত দিয়ে এসআই কামরুল হাসান জানান, বুধবার চট্টগ্রামে থাকা দু’বোনের কাছে যাবে বলে ঘর থেকে বের হয় শাকিলা। কিন্তু বৃহস্পতিবার থেকে তার সন্ধান না মেলায় বিভিন্ন জায়গায় খুঁজছিলো তার পরিবার। এর মধ্যে শনিবার সন্ধ্যার পর থেকে এলাকায় উৎকট গন্ধ ছড়ালে তা অনুসন্ধান করতে গিয়েই বাড়ির অদূরে পাহাড়ি ঝিরিতে মেয়ের মরদেহ দেখতে পান তার মা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পাঠকের মতামত

হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত: সারজিস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ...

সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল উখিয়ার কিশোরের

চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ...